Redmi 13C থেকে iPhone 15, সবরকম 5G ফোনেই পাবেন ছাড়! অস্বাভাবিক অফার চলছে অনলাইনে

Update: 2024-02-08 05:20 GMT

এখন বাজারে কার্যত 5G স্মার্টফোন কেনার হিড়িক পড়ে গেছে। আসলে এক বছরেরও বেশি সময় ধরে এদেশে নিজের মায়া বিস্তার করে চলেছে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, যে কারণে সাধারণ মানুষ এর সুবিধা ছাড়তে চাইছেননা। এমতাবস্থায় দাঁড়িয়ে Amazon, Vijay Sales এবং অন্যান্য অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি কয়েকটি 5G ফোনে ছাড় দিচ্ছে। তাই আপনার যদি কম দামে একটি ভালো 5G ফোন কেনার থাকে, তাহলে আপনি এখন OnePlus 12, iPhone 15, iQOO Z7 Pro, Redmi 13C-এর মতো লেটেস্ট মডেলগুলিও অনেক সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। আপনার সুবিধার জন্য এখানে রইল সেরা কয়েকটি অফারের হদিশ।

এই লেটেস্ট 5G ফোনগুলি মিলছে দারুণ ছাড়ে, দেখুন লিস্ট

  • বর্তমানে লেটেস্ট Apple iPhone 15 ফোনটি ৭১,১১৫ টাকায় বিজয় সেলসে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এই স্ট্যান্ডার্ড আইফোনটিতে ৮,৭৪৫ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট মিলছে, যেখানে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৪,০০০ টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে৷
  • একইভাবে ১২৮ জিবি স্টোরেজওয়ালা iPhone 15 Pro মডেল অ্যামাজন ইন্ডিয়ায় এর দামের থেকে ৭ হাজার টাকা ছাড়ে ১,২৭,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে, সাথে আছে ৩,০০০ টাকার ব্যাঙ্ক অফার। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এটি কিনলে ৫২,৫৫০ টাকা পর্যন্ত ভ্যালু পাওয়া যেতে পারে। এর ক্যামেরা খুবই ভালো।
  • সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া OnePlus 12 ফ্ল্যাগশিপ ফোনে কোম্পানি নিজেই ২,০০০ টাকা ছাড় দিচ্ছে। আপনি নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ছাড় কাজে লাগাতে পারবেন। এতে করে ফোনটির দাম পড়বে ৬২,৯৯৯ টাকা।
  • মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেটসহ iQOO Z7 Pro ফোনটি বর্তমানে ২৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এবং এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট কার্ডে আপনি এটি আরও ২,০০০ টাকা ছাড়ে কিনতে পারবেন।
  • Redmi 13C এখন ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে অতিরিক্ত ৫০০ টাকার ডিসকাউন্ট মিলবে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার আছে।

Tags:    

Similar News