Google Pixel 9a: গুগলের নতুন ফোনে 48MP ক্যামেরা সহ থাকবে OLED ডিসপ্লে

Google Pixel 9a Price - গুগল পিক্সেল ৯এ হ্যান্ডসেটে টাইটান M2 সিকিউরিটি চিপও দিতে চলেছে সংস্থা। আর এটি IP68 ওয়াটার ও ডাস্ট রেটিং থাকবে। রিপোর্ট অনুযায়ী, ফোনটির 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় 42,320 টাকা।

Update: 2024-12-17 08:17 GMT

Google তাদের নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। কোম্পানির আসন্ন এই ফোনের নাম Google Pixel 9a। ডিভাইসটি কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করেনি সংস্থা। তবে সম্প্রতি অ্যান্ড্রয়েড হেডলাইনস তাদের রিপোর্টে গুগলের এর আসন্ন ডিভাইসের বিশেষ কয়েকটি ফিচার সম্পর্কে জানিয়েছে। অ্যান্ড্রয়েড হেডলাইনস জানিয়েছে, এই ফোনে টেনসর G4 চিপসেট থাকবে।

ফোনটি 8 জিবি র‌্যামের সাথে আসতে পারে

রিপোর্ট অনুযায়ী, ফোনটি 8 জিবি এলপিডিডিআর5এক্স র‌্যামের সাথে আসতে পারে। এটি 128 জিবি এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। ডিভাইসটিতে ইউএফএস 3.1 স্টোরেজ থাকবে। আর গুগল পিক্সেল 9A স্মার্টফোনের সামনে 6.285 ইঞ্চি ডিসপ্লে দেখা যেতে পারে। এটি OLED ডিসপ্লে হতে পারে, যা 2700 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।

48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

রিপোর্টে বলা হয়েছে, হ্যান্ডসেটটির প্রাইমারি ক্যামেরা হতে পারে 48 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার প্যানেলে 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দেখা যেতে পারে। একই সঙ্গে সেলফির জন্য গুগল পিক্সেল 9A ডিভাইসে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনের রিয়ার ক্যামেরায় গুগলের কম্পিউটেশনাল ফটোগ্রাফি টুল যেমন নাইট সাইট এবং ম্যাজিক ইরেজার পাওয়া যাবে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য কোম্পানি এতে 5100mAh ব্যাটারি দিতে পারে। অ্যান্ড্রয়েড হেডলাইন অনুযায়ী, এই ফোনে 23W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।

শোনা যাচ্ছে, আপকামিং গুগল পিক্সেল হ্যান্ডসেটে টাইটান M2 সিকিউরিটি চিপও দিতে চলেছে সংস্থা। আর এটি IP68 ওয়াটার ও ডাস্ট রেটিং থাকবে। রিপোর্ট অনুযায়ী, ফোনটির 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় 42,320 টাকা।

Tags:    

Similar News