200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Honor এর নতুন ফোন, থাকবে 6000mAh ব্যাটারি
Honor তাদের নতুন স্মার্টফোন সিরিজ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন সিরিজের নাম Honor Magic 7। যদিও সিরিজটি কবে লঞ্চ হবে সে বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর মাসে এই সিরিজ বাজারে আসবে। ফলে নতুন সিরিজটি লঞ্চ হতে এখনও কয়েক মাস বাকি রয়েছে, তবে এরই মধ্যে, একজন টিপস্টার এই সিরিজের প্রো ভ্যারিয়েন্ট - Honor Magic 7 Pro এর রেন্ডার শেয়ার করেছেন। এই রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন জানা গেছে।
দুর্দান্ত ডিজাইন ও খাস ফিচারের সাথে আসছে Honor Magic 7 Pro
টিপস্টারের শেয়ার করা রেন্ডার দেখে বলা যেতে পারে আসন্ন ফোনের রিয়ার ক্যামেরার লুক ম্যাজিক 6 সিরিজের থেকে আলাদা হবে। আগের সিরিজের ক্যামেরা মডিউলটি ত্রিভুজাকার ডিজাইনের ছিল, তবে ম্যাজিক 7 প্রো-তে, এলইডি ফ্ল্যাশ সহ চারকোণা ডিজাইনের ক্যামেরা সেটআপ থাকবে। স্পেসিফিকেশনের কথা বললে এই স্মার্টফোনে 180 বা 200 মেগাপিক্সেল রেজোলিউশনের স্যামসাং এইচপি3 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। এটি দুর্দান্ত জুম কোয়ালিটির সাথে আসবে।
অনার ম্যাজিক 7 প্রো ফোনের উপরের বাম কোণে, লিডার সেন্সর, এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। এতে ফোনের অটোফোকাস কোয়ালিটি ও লাইটনিং দুর্দান্ত হবে। আবার এতে 50 মেগাপিক্সেল অমনিভিশন ওভি50কে ক্যামেরাও থাকবে। এছাড়াও এই ডিভাইসে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে।
Honor Magic 7 Pro ফোনে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 জেন 4 ব্যবহার করা হবে। ফোনটির ডিসপ্লে কোয়াড-কার্ভড ওএলইডি প্যানেল হবে, যা পিল শেপ কাটআউটের সাথে আসবে। আর এর 1.5K রেজোলিউশনের এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 120 হার্টজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে।