চোখ ফেরানো দায়, জনপ্রিয় গাড়ির ছোঁয়া Honor Magic V2 RSR Porsche Design ফোনে

By :  SUPARNA
Update: 2024-01-11 19:00 GMT

Honor আজ চীনে Magic 6 এবং Magic 6 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। তবে চমক হিসাবে আলোচ্য দুটি হ্যান্ডসেটের পাশাপাশি সংস্থাটি তাদের একটি বিদ্যমান ফোল্ডেবল স্মার্টফোনের বিশেষ সংস্করণেরও ঘোষণা করেছে। এটি Honor Magic V2 RSR Porsche Design নামের সাথে এসেছে। এটি এই মুহূর্তে শুধুমাত্র চীনেই উপলব্ধ। এই ফোন ১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, যার দাম থাকছে ১৫,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১,৮২,৮০০ টাকা)। সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, উক্ত মডেলটির বিক্রি আজ অর্থাৎ ১২ই জানুয়ারী থেকে শুরু হবে। চলুন নয়া Honor Magic V2 RSR Porsche Design স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক…

Honor Magic V2 RSR Porsche Design ফোল্ডেবল স্মার্টফোনের স্পেসিফিকেশন

অনর কিছু সময় পূর্বেই ম্যাজিক ভি২ ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছিল। আজ সংস্থাটি এই একই মডেলের একটি স্পেশাল ভ্যারিয়েন্টের ঘোষণা করলো। ফিচারের কথা বললে, এটি ডুয়েল-ডিসপ্লে প্যানেল ডিজাইনের সাথে এসেছে। এগুলি হল - ৭.৯২ ইঞ্চির (২৩৪৪x২১৫৬ পিক্সেল) ফোল্ডেবল ফ্লেক্সিবল OLED প্রাইমারি ডিসপ্লে এবং ৬.৪৩-ইঞ্চির (২৩৭৬x১০৬০ পিক্সেল) OLED সেকেন্ডারি বা আউটার টাচস্ক্রিন। উভয় ডিসপ্লেই - ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। আবার ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ৩.৩৬ গিগাহার্টজ ক্লক রেট ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ লিডিং এডিশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে ১৬ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ মিলবে।

Honor Magic V2 RSR Porsche Design স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৯ অ্যাপারচার), OIS সহ ২০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (এফ/২.৪ অ্যাপারচার) এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার (এফ/২.০ অ্যাপারচার)। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার) লক্ষ্যণীয়। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ৬৬ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সমর্থন করে।

অতএব দেখতে গেলে মূল ভ্যারিয়েন্ট এবং বিশেষ সংস্করণের ফিচার প্রায় অনুরূপ। তবে সামান্য কিছু কনফিগারেশন আপগ্রেড করা হয়েছে। এক্ষেত্রে ডিভাইসটির অন্যতম বিশেষত্ব হল এর ডিজাইন। যেহেতু Honor Magic V2 ফোনের এই নয়া এডিশন জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা আরএসআর পোর্শে (RSR Porscha) -এর সাথে হাত মিলিয়ে লঞ্চ করা হয়েছে, সেহেতু এর ডিজাইনেও উক্ত সংস্থার গাড়ির অনুরূপ নকশা নজরে পড়বে।

যেমন এই হ্যান্ডসেটে স্লিক স্লাইডিং সাইড উইন্ডো সহ নতুন অ্যারোডাইনামিক বডি ডিজাইন দেখা যাবে। পোর্শে ডিজাইনের বাহ্যিক / রিয়ার স্ক্রীন গ্লাসটিতে সিলিকন নাইট্রাইড আবরণ রয়েছে, যা স্ক্র্যাচ এবং ড্রপ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এছাড়াও এই নয়া অনর ব্র্যান্ডেড হ্যান্ডসেটে টেকসই রাইনোসেরাস ডিসপ্লে গ্লাস দেওয়া হয়েছে, যা ক্রিস্টাল ডেনসিটি, স্টোরেজ স্ট্রেস এবং সামগ্রিক অ্যান্টি-ফল ক্যাপাসিটির জন্য দ্বিতীয় প্রজন্মের ন্যানো-মাইক্রোক্রিস্টালাইন গ্লাস প্রযুক্তি ব্যবহার করে।

Tags:    

Similar News