সস্তায় 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor Play 9T, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

By :  techgup
Update: 2024-09-06 11:36 GMT

Honor গতকালই গ্লোবাল মার্কেটে Magic V3 ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। আর একদিন যেতে না যেতেই সংস্থাটি চীনে Honor Play 9T নামের একটি স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছে। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এই ডিভাইসে আছে 6,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এছাড়া এতে ১২ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি বাজেট রেঞ্জে এসেছে। আসুন Honor Play 9T এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor Play 9T এর দাম

অনার প্লে 9টি এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 999 ইউয়ান (প্রায় 11,800 টাকা), 8 জিবি + 256 জিভি ভ্যারিয়েন্টের দাম 1,099 ইউয়ান (প্রায় 13,000 টাকা) এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 1,299 ইউয়ান (প্রায় 15,300 টাকা)। আপাতত চীনে লঞ্চ হ‌ওয়া ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন কালারে পাওয়া যাবে। এটি অন্যান্য মার্কেটে কবে আসবে তা এখনও অজানা।

আরও পড়ুন : অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে স্মার্টফোনের জগতে নতুন অধ্যায় লিখবে Oppo Find X8 সিরিজ

Honor Play 9T এর স্পেসিফিকেশন ও ফিচার

অনার প্লে 9টি ফোনের সামনে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.77-ইঞ্চি টিএফটি এলসিডি স্ক্রিন, যা এইচডি প্লাস রেজোলিউশন অফার করে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ম্যাজিক ওএস 8 কাস্টম স্কিনে চলে।

আরও পড়ুন : ক্যামেরার কামাল দেখাবে Tecno Pova 6 Neo 5G ফোন, AI ফিচার সহ থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা

পাওয়ার ব্যাকআপের জন্য Honor Play 9T ফোনে 6000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 35 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরার কথা বললে, এই ডিভাইসের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স (8x পর্যন্ত ডিজিটাল জুম সহ) এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Tags:    

Similar News