Huawei Mate 70 Series: জব্দ হবে হ্যাকাররা, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ লঞ্চ হচ্ছে হুয়াওয়ে মেট ৭০ সিরিজ

Huawei Mate 70 Series Ultrasonic Fingerprint Scanners - হুয়াওয়ে মেট ৭০ সিরিজ নতুন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ লঞ্চ হবে।

Update: 2024-11-01 10:55 GMT

Huawei Mate 70 Series Ultrasonic Fingerprint Scanners

অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে গত কয়েকবছর ধরে প্রসেসর ও চার্জিং ছাড়া বিশেষ কোনো আপগ্রেড দেখা যাচ্ছে না। যদিও এবছর চার্জিংয়েও সেভাবে চমৎকার কোনো আবিষ্কার দেখা যায়নি। গত মাসে যে প্রিমিয়াম ফোনগুলি লঞ্চ হয়েছে সেগুলিতে বড় আপগ্রেড বলতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের ব্যবহার। এছাড়া আরেকটি বিষয়ে ব্র্যান্ডগুলি নতুনত্ব আনছে, তা হল সিকিউরিটি ফিচার। বেশ কয়েকটি স্মার্টফোন এবছর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বাজারে এসেছে। আসন্ন হুয়াওয়ে মেট ৭০ সিরিজেও এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে বলে খবর।

হুয়াওয়ে মেট ৭০ সিরিজে থাকবে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে জনপ্রিয় টিপস্টার স্মার্ট পিকাচু দাবি করেছেন যে, হুয়াওয়ে মেট ৭০ সিরিজ নতুন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ লঞ্চ হবে। গতকাল বাজারে আসা ওয়ানপ্লাস ১৩ ফোনেও এই বায়োমেট্রিক সিকিউরিটি স্ক্যানার উপস্থিত। টিপস্টার বলেছেন যে, হুয়াওয়ে অ্যাডভান্স সিকিউরিটি টেকনোলজি নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, আগামী বছরে হুয়াওয়ে ছাড়াও একাধিক ব্র্যান্ড তাদের আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোনে এই সিকিউরিটি টেকনোলজি ব্যবহার করবে।

উল্লেখ্য, ২০২৫ সালে একাধিক আল্ট্রা মডেল লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এরমধ্যে আছে শাওমি ১৫ আল্ট্রা, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ও ভিভো এক্স২০০ আল্ট্রা। টিপস্টারের দাবি অনুযায়ী, এরমধ্যে বেশিরভাগ মডেলে আমরা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাবো।

এদিকে রিপোর্ট অনুযায়ী, হুয়াওয়ে মেট ৭০ সিরিজে ডুয়েল অপারেটিং সিস্টেম থাকবে। একটি হুয়াওয়ের নিজস্ব হারমনিওএস নেক্সট এবং আরেকটি প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। চীনে এই সিরিজের ফোনগুলি হারমনিওএস নেক্সট ওএস সহ চলবে। অন্যদিকে বিশ্ব বাজারে ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ওএস সহ পাওয়া যাবে। যদিও হুয়াওয়ে এখনও এই খবর নিশ্চিত করেনি। তবে এমনটা হলে সংস্থার মার্কেট শেয়ার চীনের বাইরে অনেকটাই বাড়বে।

Tags:    

Similar News