Huawei MateBook 14 Non-Touchscreen Edition ল্যাপটপ বাজারে হাজির, পাবেন Intel i5 প্রসেসর
Huawei সম্প্রতি তাদের ঘরেলু মার্কেটে আনুষ্ঠানিকভাবে MateBook 14 ল্যাপটপের একটি নতুন নন-টাচস্ক্রিন সংস্করণ ঘোষণা করলো। সদ্য প্রকাশিত একটি পোস্টারে ডিভাইসটির কী-ফিচার সহ দাম উল্লেখ করা হয়েছে। তবে, মজার বিষয় হল, নবাগত Huawei MateBook 14 Non-Touchscreen Edition -এর স্পেসিফিকেশন, চলতি বছরে আত্মপ্রকাশ করা টাচস্ক্রিন মডেলের মতো একদমই নয়। বরং, গত বছরে আগত মডেলের অনুরূপ ফিচার এই ল্যাপটপে দেখা যাবে। তবে পার্থক্য দেখা যাবে শুধুমাত্র টাচস্ক্রিন সমর্থন এবং দামে। যাইহোক, চলুন সদ্য লঞ্চ হওয়া Huawei MateBook 14 Non-Touchscreen Edition ল্যাপটপের দাম ও বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।
Huawei MateBook 14 Non-Touchscreen Edition স্পেসিফিকেশন
হুয়াওয়ে মেটবুক ১৪ নন টাচস্ক্রিন এডিশন ল্যাপটপে একটি ১৪ ইঞ্চির (২,১৬০x১,৪৪৯ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ১০০% sRGB কালার গ্যামেট এবং ৩:২ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। ডিভাইসটি, ১১তম প্রজন্মের ইন্টেল কোর i5-1135G7 প্রসেসর সহ এসেছে। আর, অপারেটিং সিস্টেম হিসাবে উক্ত ল্যাপটপে লেটেস্ট উইন্ডোজ ১১ পাওয়া যাবে। এছাড়া, স্টোরেজের ক্ষেত্রে, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি বর্তমান থাকছে।
Huawei MateBook 14 Non-Touchscreen Edition ল্যাপটপে সিকিউরিটি ফিচার হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান, যা পাওয়ার বাটনে এম্বেড করা থাকছে। কানেক্টিভিটির জন্য এতে, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, দুটি ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের কথা বললে, মেটবুক ১৪ নন-টাচস্ক্রিন এডিশনে ৫৬Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে। এই ব্যাটারি, ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে বলে দাবি করেছে সংস্থাটি।
Huawei MateBook 14 Non-Touchscreen Edition দাম
হুয়াওয়ে মেটবুক ১৪ নন-টাচস্ক্রিন এডিশন ল্যাপটপকে ৫,৩৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে প্রায় ৬৪,৫০০ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি সিলভার এবং গ্রে কালার ভ্যারিয়েন্টে এসেছে। উক্ত ল্যাপটপটিকে বর্তমানে চীনে উপলব্ধ করা হয়েছে। তবে, ভারত তথা বিশ্ব বাজারে এই নয়া ল্যাপটপকে কতদিনে নিয়ে আসা হবে সেই তথ্য এখনো অজানা।