60 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Huawei Nova 13 এবং Nova 13 Pro

অবশেষে লঞ্চ হল Huawei Nova 13 সিরিজ। এই সিরিজের অধীনে থাকা Huawei Nova 13 এবং Huawei Nova 13 Pro মডেল দুটি একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং অত্যাধুনিক এআই ফিচারের সাথে বাজারে এসেছে।

Update: 2024-10-23 14:37 GMT

বিখ্যাত প্রযুক্তি সংস্থা, হুয়াওয়ে তাদের ‘হারমনিওএস নেক্সট’ লঞ্চ ইভেন্টে লেটেস্ট নোভা সিরিজের অধীনে Huawei Nova 13 এবং Huawei Nova 13 Pro মডেল দুটি উন্মোচন করেছে। এই স্মার্টফোনগুলি শীর্ষ-স্তরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফটোগ্রাফি ফিচার এবং উন্নত যোগাযোগ ক্ষমতার সাথে পরিপূর্ণ। আসুন এই হ্যান্ডসেট দুটির সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

হুয়াওয়ে নোভা ১৩ সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ে নোভা ১৩ ফোনে ২,৪১২ × ১,০৮৪ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ফ্ল্যাট স্ক্রিন রয়েছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং চোখের আরামের জন্য ১,৪৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে। ডিসপ্লেটি ১.০৭ বিলিয়ন কালার সরবরাহ করে এবং স্থায়িত্বের জন্য রিইনফোর্সড লিথিয়াম-সিলিকন-অ্যালুমিনিয়াম গ্লাস ব্যবহার করে।

অন্যদিকে, হুয়াওয়ে নোভা ১৩ প্রো মডেলে ২,৭৭৬ × ১,২২৪ রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড কোয়াড-কার্ভড স্ক্রিন রয়েছে, যা একই ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। তবে পিডাব্লিউএম ডিমিং ফ্রিকোয়েন্সি ২,১৬০ হার্টজে আপগ্রেড করা হয়েছে, যা একটি মসৃণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। হুয়াওয়ে নোভা ১৩ প্রো ফোনে বর্ধিত স্ক্রিন সুরক্ষার জন্য একই শক্তিশালী গ্লাস রয়েছে।

হুয়াওয়ে নোভা ১৩ সিরিজের উভয় মডেলই হুয়াওয়ের নিজস্ব কিরিন ৮০০০ চিপসেট দ্বারা চালিত, যা ১২ জিবি র‍্যামের সাথে যুক্ত। তবে স্ট্যান্ডার্ড মডেলে এলপিডিডিআর৪এক্স এবং হুয়াওয়ে নোভা ১৩ প্রো-এ এলপিডিডিআর৫ র‍্যাম রয়েছে। উভয় মডেলই হারমনি ওএস ৪.২ সিস্টেমে চলে। এটি একটি ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস, যা হুয়াওয়ের ইকোসিস্টেম জুড়ে বিরামহীন সংযোগ সরবরাহ করে।

ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে নোভা ১৩ মডেলের রিয়ার ক্যামেরা সেটআপে ডুয়েল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের আরওয়াইওয়াইবি (RYYB) প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো লেন্স এবং একটি ২ সেমি ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে আকর্ষণীয় পোর্ট্রেট শটের জন্য ডিজাইন করা একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও আছে।

অন্যদিকে, হুয়াওয়ে নোভা ১৩ প্রো ফোনটিও একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট পোর্ট্রেট ক্যামেরার সাথে এসেছে, যাতে সুনির্দিষ্ট ফোকাস করার জন্য একটি ৫x জুম লেন্স এবং কিউপিডি রয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ভেরিয়েবল অ্যান্টি-শেক লেন্স, একটি ১২ মেগাপিক্সেলের ৩x টেলিফোটো পোর্ট্রেট লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো লেন্স রয়েছে। হুয়াওয়ে নোভা ১৩ প্রো এফ/১.৪ থেকে এফ/৪.০ পর্যন্ত একটি ফিজিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার সাপোর্ট করে, যা লো-লাইট এবং ডায়নামিক ফটোগ্রাফি পরিস্থিতির জন্য সর্বোত্তম অ্যাডাপ্টিবিলিটি প্রদান করে।

উভয় মডেলই হুয়াওয়ের দা ভিঞ্চি পোর্ট্রেট ইঞ্জিন ২.০ ইন্টিগ্রেট করা হয়েছে, যা স্কিন টোন, টেক্সচার এবং ব্যাকগ্রাউন্ড বোকেহ এফেক্টগুলির জন্য ইন্টালিজেন্ট এনহ্যান্সমেন্ট এনেবল করে। ডিভাইসে এআই বেস্ট এক্সপ্রেশন, এআই আপস্কেলিং, এআই অবজেক্ট রিমুভাল এবং এআই স্মার্ট কাটআউটের মতো এআই ফিচারগুলি রয়েছে, যা ফটো এডিটিংকে পরবর্তী স্তরে নিয়ে যায়। হুয়াওয়ে নোভা ১৩ এবং হুয়াওয়ে নোভা ১৩ প্রো উভয়ই ৫,০০০ এমএএইচ সিলিকন-কার্বন নেগেটিভ ইলেক্ট্রোড ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনগুলি মাত্র ৯ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করতে পারে, যা বাড়ির বাইরে থাকাকালীন ব্যবহারকারীদের যথেষ্ট সুবিধা প্রদান করে।

হুয়াওয়ে নোভা সিরিজের মধ্যে রয়েছে আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ ৫.২ এবং স্টেরিও স্পিকার। এটি স্যাটেলাইট টেক্সট এবং পিকচার মেসেজ পাঠানোর ক্ষমতা সহ বেইদৌ স্যাটেলাইট কমিউনিকেশনও সাপোর্ট করে, যা দুর্বল বা ভিড় যুক্ত সিগন্যাল পরিবেশে আরও ভাল যোগাযোগ নিশ্চিত করে। হুয়াওয়ে নোভা ১৩ সিরিজটি চারটি কালার অপশনে উপলব্ধ: লোডেং গ্রিন, ফেদার পার্পল, ফেদার হোয়াইট এবং স্টার ব্ল্যাক। আর নোভা ১৩ প্রো মডেলে প্রিমিয়াম অনুভূতির জন্য একটি অভিনব স্পেস-টেক্সচার্ড গ্লাসও রয়েছে।

হুয়াওয়ে নোভা ১৩ সিরিজের মূল্য এবং লভ্যতা

হুয়াওয়ে নোভা ১৩ ফোনের বেস ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৮৫০ টাকা)। আর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৪০০ টাকা) এবং ১ টিবি মডেলটি পাওয়া যাবে ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৩০০ টাকা) মূল্যে৷

এদিকে, হুয়াওয়ে নোভা ১৩ প্রো ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৬৩০ টাকা), ৫১২ জিবি মডেলটির মূল্য ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,২০০ টাকা) এবং ১ টিবি মডেলটি ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,১০০ টাকা) মূল্যে পাওয়া যাবে। দুটি মডেলই আগামী ২৫ অক্টোবর থেকে কেনার জন্য চীনা বাজারে উপলব্ধ হবে, এর সেল শুরু হবে সকাল ১০:০৮ থেকে৷ তবে হুয়াওয়ে নোভা ১৩ গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

Tags:    

Similar News