Infinix GT 20 Pro Vs OnePlus Nord CE 4 5G : ২৫ হাজার টাকার কমে কোন ফোন সেরা হবে

By :  techgup
Update: 2024-05-28 16:55 GMT

চলতি মাসের ২১ তারিখ ভারতে লঞ্চ হয়েছে Infinix GT 20 Pro। সদ্য আগত এই ফোনের দাম এদেশে মাত্র ২৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আবার ফিচার হিসাবে - ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান। ফোনটি IP54 রেটিং প্রাপ্ত বডি চ্যাসিসের সাথে এসেছে। নয়া এই হ্যান্ডসেটের অনুরূপ দাম ও বেশ কয়েকটি সদৃশ্য বৈশিষ্ট্যের সাথে গত ১লা এপ্রিল OnePlus Nord CE 4 5G আত্মপ্রকাশ করেছিল। এই প্রতিবেদনে আমরা মিড-রেঞ্জের লেটেস্ট Infinix GT 20 Pro নাকি ১ মাস পুরোনো OnePlus Nord CE 4 5G কোন ফোন এগিয়ে আছে তা আলোচনা করবো৷

Infinix GT 20 Pro Vs OnePlus Nord CE 4 5G : দাম

ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ২৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এটি - মেকা ব্লু, মেকা অরেঞ্জ এবং মেকা সিলভার কালার অপশনে এসেছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। এই দাম এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের। আবার উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প পাওয়া যাবে ২৬,৯৯৯ টাকায়। এটি - ডার্ক ক্রোম এবং সেলডন মার্বেল কালার অপশনে কেনা যাবে।

Infinix GT 20 Pro Vs OnePlus Nord CE 4 5G : ডিসপ্লে, সেন্সর

ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED টাচস্ক্রিন রয়েছে, যা উচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৩৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ১৩০০ নিট পিক ব্রাইটনেস, ৯৪.৩% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডিসিআই-পি৩ কালার গ্যামেট কভারেজ সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১১০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০ প্রযুক্তি সাপোর্ট করে। এই ডিসপ্লে অ্যাকোয়াটাচ (Aquatouch) প্রযুক্তি সার্টিফায়েড হওয়ার দরুন ভেজা হাতেও স্ক্রিন ব্যবহার করা যাবে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পাওয়া যাবে।

Infinix GT 20 Pro Vs OnePlus Nord CE 4 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ইনফিনিক্স জিটি ২০ প্রো স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্টিমেট প্রসেসর সহ এসেছে। এতে ১২ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ মিলবে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪ কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেনওএস ১৪ কাস্টম স্কিনে রান করে। ডিভাইসটি ৮ জিবি LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও এই ফোনে অতিরিক্তভাবে আরো ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে।

Infinix GT 20 Pro Vs OnePlus Nord CE 4 5G : ক্যামেরা সেটআপ

Infinix GT 20 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল - OIS সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

ক্যামেরা বিভাগের কথা বললে, OnePlus Nord CE 4 5G ফোনের রিয়ার প্যানেলে থাকা পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে দুটি সেন্সর বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। এর ক্যামেরাগুলি ৩০fps রেটে ৪কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এর আরএডাব্লিউ এইচডিআর (RAW HDR) অ্যালগরিদম আরও উৎকর্ষমানের ছবি তুলতে সাহায্য করে।

Infinix GT 20 Pro Vs OnePlus Nord CE 4 5G : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্স জিটি ২০ প্রো স্মার্টফোনে ৪৫ ওয়াট ফাস্ট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোনে আছে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার চার্জিং সাইকেল বৃদ্ধির জন্য এই ডিভাইস ব্যাটারি হেলথ ইঞ্জিনের সাথে এসেছে।

Infinix GT 20 Pro Vs OnePlus Nord CE 4 5G : পরিমাপ, রেটিং

ইনফিনিক্স জিটি ২০ প্রো স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৩x৭৫.৪x৮.২ মিমি এবং ওজন ১৯৪ গ্রাম। এটি ধুলো এবং জল-প্রতিরোধী IP54 রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ এসেছে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোনের পরিমাপ ১৬২.৫x৭৫.৩x৮.৪ মিমি এবং ওজন ১৮৬ গ্রাম। এটিও IP54 রেটিং প্রাপ্ত।

Tags:    

Similar News