Infinix Hot 50 Pro+: বিশ্বের সবচেয়ে পাতলা 3D স্টাইলের স্মার্টফোন আনছে ইনফিনিক্স

Update: 2024-10-22 07:50 GMT

Infinix Hot 50 Pro+ এর লঞ্চ ডেট এখনও ঘোষণা না হলেও, ইতিমধ্যেই সংস্থার তরফে ফোনটির বেশিরভাগ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। এটি একটি স্লিম 4G ফোন যা ৬.৮ মিমি পাতলা। এই মডেলে MediaTek Helio G100 প্রসেসর, ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, এবং ৫,০০০ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। চলুন ইনফিনিক্সের নতুন ডিভাইসটির বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স হট ৫০ প্রো+ স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ৫০ প্রো+ মডেলে অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটির ডিসপ্লের ভিতরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। তবে ডিসপ্লে কত ইঞ্চির হবে সেটা এখনও জানা যায়নি। ফোনটি ৬.৮ মিলিমিটার স্লিম। আর সেই কারণেই একে বিশ্বের সবথেকে পাতলা থ্রিডি কার্ভড 'স্লিমএজ' ডিজাইন বলে দাবি করছে কোম্পানি। এই স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ইনফিনিক্স হট ৫০ প্রো+ ৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনের সঙ্গে আসবে। আবার ৮ জিবি পর্যন্ত র‍্যাম ভার্চুয়ালি বাড়ানো যাবে। এছাড়াও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকবে পাওয়ারফুল ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জল ও ধুলো থেকে রক্ষার জন্য আইপি৫৪ রেটেড চ্যাসিস রয়েছে ফোনে। ইউএসবি টাইপ সি পোর্ট ও জেবিএল টিউনিং সহ ডুয়াল স্পিকার পাবেন ক্রেতারা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ইনফিনিক্স হট ৫০+ টাইটানউইং আর্কিটেকচার দ্বারা সজ্জিত। এটি ফোনটিকে আরও মজবুত করে তুলেছে। সঙ্গে থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। ডিভাইসটি তিনটি কালার অপশনে আসবে - পার্পল, গোল্ড, ও ব্ল্যাক। ইতিমধ্যেই কেনিয়াতে প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। হট ৫০ নামে আরেকটি মডেলের সঙ্গে এটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News