Infinix Note 50 Series Spotted GSMA: বাজেট নিয়ে চিন্তা নেই, ইনফিনিক্স নোট প্রো প্লাস ৫জি, নোট ৫০ প্রো, নোট ৫০ ও নোট ৫০এক্স বিভিন্ন রেঞ্জে আসছে

Infinix Note 50 Series - জিএসএমএ ডেটাবেসে ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ৫জি “X6856” মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে।

Update: 2024-10-28 06:53 GMT

ইনফিনিক্স বর্তমান সময়ে বাজেট ও মিড রেঞ্জ ফোনের বাজারে জনপ্রিয় এক নাম। সংস্থার ফোনগুলি এশিয়া ও আফ্রিকার বাজারে যথেষ্ট সুনাম কুড়াচ্ছে। এই জনপ্রিয়তা ধরে রাখতে ব্র্যান্ডটি এখন ইনফিনিক্স নোট ৫০ সিরিজের (Infinix Note 50 Series) উপর কাজ করছে। এই সিরিজের অধীনে ইনফিনিক্স নোট প্রো প্লাস ৫জি, ইনফিনিক্স নোট ৫০ প্রো, ইনফিনিক্স নোট ৫০ এবং ইনফিনিক্স নোট ৫০এক্স মডেলগুলি লঞ্চ হবে। আজ জিএসএমএ ডেটাবেসে ডিভাইসগুলি উপস্থিত হয়েছে। আসুন এখান থেকে স্মার্টফোনগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স নোট ৫০ সিরিজে জিএসএমএ ডেটাবেসে দেখা গেল

জিএসএমএ ডেটাবেসে ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ৫জি “X6856” মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া জানা গেছে ইনফিনিক্স নোট ৫০ প্রো এর মডেল নম্বর “X6855”, ইনফিনিক্স নোট ৫০ এর মডেল নম্বর “X6858” এবং ইনফিনিক্স নোট ৫০এক্স এর মডেল নম্বর “X6857। যদিও মডেল নম্বর ছাড়া এখান থেকে ডিভাইসগুলির কোনো টেকনিক্যাল স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে আশা করা যায় এদের ফিচার ইনফিনিক্স নোট ৪০ সিরিজের মত হবে। কেবল কিছুক্ষেত্রে আপগ্রেড দেখা যাবে।

ইনফিনিক্স নোট ৪০ প্রো ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৩০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। আর পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪ কাস্টম ওএসে চলে। ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স নোট ৪০ প্রো ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি সেকেন্ডারি সেন্সর। প্রাইমারি সেন্সরে ৩এক্স লসলেস জুম ফিচার সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ইনফিনিক্স নোট ৪০ এর‌ বেশিরভাগ স্পেসিফিকেশন ইনফিনিক্স নোট ৪০ প্রো এর মতো। কেবল এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ এর পরিবর্তে মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্টিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এর ক্যামেরা ও ব্যাটারি স্পেসিফিকেশন প্রো মডেলের মতো।

অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০এক্স স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ক্যামেরার কথা বললে এর পিছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News