Infinix Zero 20 Sale: আজ থেকে সেল শুরু ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সবচেয়ে সস্তা ফোনের
Infinix Zero 20 আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। দুপুর বারোটায় ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা একাধিক অফার পাবেন। জানিয়ে রাখি, Infinix Zero 20 হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন। আপনি আজ একে ১৫,০০০ টাকার কমে কিনতে পারবেন। এর পিছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত।
সেল শুরু Infinix Zero 20 ফোনের
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসা ইনফিনিক্স জিরো ২০ ফোনের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা। এটি স্পেস গ্রে, গ্লিটার গোল্ড বা গ্রীন ফ্যান্টাসি কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।
সেল অফার হিসেবে ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীদের দেওয়া হবে ১,৬০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। সাথে রয়েছে ইএমআই অপশনের মাধ্যমে ফোনটি পকেটস্থ করার সুযোগ। এছাড়া আছে লোভনীয় এক্সচেঞ্জ অফার।
Infinix Zero 20 এর স্পেসিফিকেশন ও ফিচার
ইনফিনিক্স জিরো ২০ ফোনের সামনে উপস্থিত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ২,৪০০ x ১,০৮০ পিক্সেল ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
আবার Infinix Zero 20 ফোনের পিছনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সিকিউরিটির জন্য Infinix Zero 20 ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে রান করে।