Infinix Zero 20: বিশ্বের প্রথম 60MP OIS সেলফি ক্যামেরার ফোন এন্ট্রি নিচ্ছে ভারতে, অবাক করা ফিচার্স

Update: 2022-12-17 11:34 GMT

প্রখ্যাত টেক ব্র্যান্ড ইনফিনিক্স ভারতে তাদের Infinix Zero Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে৷ ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে এই ডিভাইসটি এদেশের বাজারে আগামী ২০ ডিসেম্বর উন্মোচিত হবে বলে ঘোষণা করা হয়েছে। হ্যান্ডসেটটি ফ্ল্যাগশিপ-গ্রেডের MediaTek Dimensity 920 প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটি এখনও পর্যন্ত ভারতে উন্মোচিত কোম্পানির সবচেয়ে ব্যয়বহুল ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন ভারতীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) নিশ্চিত করেছে যে, ইনফিনিক্স আগামী সপ্তাহে একই মঞ্চে Zero সিরিজের আরও একটি ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা Infinix Zero 20 নামে বাজারে আসবে। ডিভাইসটি সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, চলুন জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স জিরো ২০-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Infinix Zero 20 Expected Specifications

ইনফিনিক্স জিরো ২০ ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে। ডিভাইসটি মিডিয়াটেকের জনপ্রিয় বাজেট প্রসেসর, হেলিও জি৯৯ দ্বারা চালিত হবে। তবে এই ইনফিনিক্স ফোনটির প্রধান সেলিং পয়েন্ট হবে এর ক্যামেরা, কারণ জিরো ২০-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। কোম্পানির দাবি অনুযায়ী, এটিই বিশ্বের প্রথম ফোন যা এই ক্যামেরা সেন্সরটি অফার করবে।

আবার, ইনফিনিক্স জিরো ২০-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে সুপার নাইট মোড, ১০x জুম, ফিল্ম মোড এবং স্কাই রিম্যাপিং ফিচার সহ একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি স্ন্যাপার এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য, জিরো ২০-তে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

এছাড়া, Infinix Zero 20-তে ১১-স্তরের কুলিং সিস্টেম এবং ডিটিএস সাপোর্টেড ডুয়েল স্পিকারও মিলবে। হ্যান্ডসেটটি গ্লিটার গোল্ড, স্পেস গ্রে এবং গ্রিন ফ্যান্টাসি-এর মতো আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে। এই নতুন ইনফিনিক্স হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিনে রান করবে৷ পরিশেষে, ফোনটির পুরুত্ব ৭.৯৮ মিলিমিটার হবে এবং এর ওজন হবে প্রায় ১৯৬ গ্রাম।

Tags:    

Similar News