১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, Infinix Zero 20, Note 20 (2023) দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল

Update: 2022-09-28 18:11 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স আজ (২৮ সেপ্টেম্বর) Infinix Zero 20 এবং Note 20 (2023) হ্যান্ডসেট দুটি বিশ্ববাজারে লঞ্চ করেছে। প্রথম মডেলটি একটি নতুন হ্যান্ডসেট, যেখানে দ্বিতীয়টি Infinix Note 12-এর একটি রিফ্রেশ সংস্করণ, যা এবছরের শুরুতে আত্মপ্রকাশ করেছিল। উভয় ডিভাইসেই অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর রয়েছে। এদিকে, Infinix Zero 20-এ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, তবে Infinix Note 20 (2023) ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে এসেছে। চলুন এই ইনফিনিক্স হ্যান্ডসেটগুলির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স জিরো ২০ এবং নোট ২০ (২০২৩)-এর মূল্য - Infinix Zero 20 and Note 20 (2023) Price

ইউরোপের বাজারে ইনফিনিক্স জিরো ২০-এর একমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪৬০ ইউরো (প্রায় ৩৬,২৫০ টাকা)। এই ব্র্যান্ড-নিউ হ্যান্ডসেটটি গোল্ড ও গ্রে কালার অপশনে পাওয়া যাবে। অন্যদিকে, ইনফিনিক্স নোট ২০ (২০২৩)-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১৮ ইউরো (প্রায় ১৭,২০০ টাকা)। এই ফোনটি গ্রে, হোয়াইট এবং ব্লু- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। উভয় স্মার্টফোনই বর্তমানে কেনার জন্য উপলব্ধ।

ইনফিনিক্স জিরো ২০-এর স্পেসিফিকেশন - Infinix Zero 20 Specifications

নবাগত ইনফিনিক্স জিরো ২০-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, Infinix Zero 20-এর ব্যাক প্যানেলে অবস্থিত আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা বর্তমান। নিরপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Zero 20-এ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে।

ইনফিনিক্স নোট ২০ (২০২৩)-এর স্পেসিফিকেশন - Infinix Note 20 (2023) Specifications

ইনফিনিক্স নোট ২০ (২০২৩) মডেলটি হল গত মাসে আত্মপ্রকাশ করা Note 12 Pro 4G-এর একটি ফেস-লিফ্টেড ভ্যারিয়েন্ট। দুটি ডিভাইসের মধ্যে একমাত্র পার্থক্য হল যে, সাম্প্রতিক অফারটিতে ১০৮ মেগাপিক্সেলের পরিবর্তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে৷ নোট ২০ (২০২৩)-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত। এতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, Infinix Note 20 (2023)-এর ট্রিপল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি কিউভিজিএ (QVGA) সেন্সর উপস্থিত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 20 (2023) ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News