60MP সেলফি ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন, পিছনে 108MP ক্যামেরা, কাল থেকে সেল শুরু

Update: 2022-12-27 05:28 GMT

আপনি কি সেলফি তুলতে ভালোবাসেন? সস্তায় ভালো কোনো সেলফি ক্যামেরার ফোন খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আসলে আজ আমরা ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সবচেয়ে সস্তা ফোনের কথা জানাবো। কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে, Infinix Zero 20, আর এই ফোনে দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও অ্যামোলেড ডিসপ্লে সহ আরও অনেক আকর্ষণীয় ফিচার উপলব্ধ। আগামীকাল দুপুর বারোটায় Flipkart থেকে Infinix Zero 20 কেনা যাবে।

Infinix Zero 20 এর দাম ও সেল অফার

Infinix Zero 20 ভারতে একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে এসেছে - স্পেস গ্রে, গ্লিটার গোল্ড বা গ্রীন ফ্যান্টাসি।

লঞ্চ অফার হিসেবে, ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ইনফিনিক্স জিরো ২০ ফোনের সাথে ১,৬০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া থাকবে এক্সচেঞ্জ অফার।

Infinix Zero 20 এর স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে, ইনফিনিক্স জিরো ২০ ফোনে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। ডুয়েল সিমের ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে রান করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

আবার Infinix Zero 20 ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ২,৪০০ x ১,০৮০ পিক্সেল ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আবার এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সিকিউরিটির জন্য Infinix Zero 20 ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

Tags:    

Similar News