পুরোনো ফোন বদলে কিনুন iPhone 13, পাওয়া যাচ্ছে 35000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট
আপনি কি এই মুহূর্তে 5G নেটওয়ার্ক ব্যবহার করতে চান? এদিকে নতুন হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে আপনার প্রথম পছন্দ iPhone? কুছ পরোয়া নেই! এখন Amazon এবং Flipkart-এর আধ খাওয়া আপেলের লোগোযুক্ত স্মার্টফোন কেনা যাবে ব্যাপক সস্তায়। হ্যাঁ, বর্তমানে এই ই-কমার্স প্ল্যাটফর্মদুটি iPhone 13 মডেলের ওপর বেশ খানিকটা ডিসকাউন্ট দিচ্ছে। তাই আপনি প্রিমিয়াম পারফরম্যান্সের সাথে সাথে হাই-স্পিড ইন্টারনেট পেতে চাইলে এইসব অফার হাতছাড়া করা ঠিক হবেনা। ঠিক কী অফার মিলছে iPhone 13-তে? আসুন দেখে নিই।
খুব কম দামে iPhone 13 কেনার সুযোগ দিচ্ছে Amazon, Flipkart
এই মুহূর্তে ফ্লিপকার্ট এবং অ্যামাজন ইন্ডিয়ায় আইফোন ১৩ স্মার্টফোনটি ৬১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে, যেখানে অ্যাপল (Apple)-এর অফিসিয়াল সাইটে এটির দাম ৬৯,৯০০ টাকা। অর্থাৎ উভয় ই-কমার্স প্ল্যাটফর্মেই ৭,৯০১ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও আপনি যদি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে আইফোনটি কেনেন, তাহলে আরও ২,০০০ টাকার ডিসকাউন্ট পাবেন। রয়েছে এক্সচেঞ্জ অফারের সুবিধাও – এক্ষেত্রে ফ্লিপকার্টে ৩৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু এবং অ্যামাজনে পুরোনো ফোনের বদলে ২২,৯৫০ টাকা পর্যন্ত ছাড় কাজে লাগানো যাবে।
কেন iPhone 13 কিনবেন?
এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে, ইতিমধ্যে বাজারে আইফোন ১৪ (iPhone 14) সিরিজ উপলব্ধ রয়েছে তাহলে কেন আইফোন ১৩ কিনবেন? সেক্ষেত্রে বলি, আইফোন ১৩ এবং আইফোন ১৪-এর মধ্যে তেমন কোনো পারফরম্যান্সের পার্থক্য নেই – উভয়েই এ১৫ (A15) বায়োনিক প্রসেসর, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ডিজাইন এবং ব্যাটারি রয়েছে। আবার আইফোন অলরাউন্ডার ফোন, যার দামও খুব একটা বেশি নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৩-তে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে, এ১৫ বায়োনিক প্রসেসর এবং ৩,২৪০ এমএএইচ ব্যাটারি। এটি ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। এর সাথে থাকবে ৫জি সাপোর্ট, অ্যাক্সিডেন্ট ডিটেকশন, এসএমএস স্যাটেলাইট কানেকশন, অ্যাকশন ক্যামেরা মোড ইত্যাদি ফিচারও।