iPhone 15, iPhone 14 Price Cut: 10 হাজার টাকা পর্যন্ত দাম কমলো আইফোন 15 ও আইফোন 14 সিরিজের

By :  ANKITA
Update: 2024-09-10 05:16 GMT

Apple iPhone 16 series গতকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর রাতে লঞ্চ হয়েছে। নতুন আইফোন মডেলগুলিতে আছে অ্যাপল ইন্টেলিজেন্স, ক্যামেরা বাটন, নতুন চিপসেটসহ অনেক নতুন বৈশিষ্ট্য। এদিকে নতুন আইফোন সিরিজ লঞ্চের পর Apple তাদের পুরনো কিছু মডেলের দাম কমিয়েছে। iPhone 16 লঞ্চের পর iPhone 15 এবং iPhone 14 মডেলের দাম 10,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে।

iPhone 15 ও iPhone 15 Plus এর‌ দাম কমলো

গত বছরের 12 সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল iPhone 15 সিরিজ। নতুন iPhone 16 সিরিজ লঞ্চের পরে, iPhone 15 Pro ও iPhone 15 Pro Max মডেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং iPhone 15 Plus এবং IPhone 15 মডেলের দাম কমানো হয়েছে।

লঞ্চের সময়, iPhone 15 এবং iPhone 15 Plus এর মূল্য শুরু হয়েছিল যথাক্রমে 79,900 টাকা এবং 89,900 টাক। তবে এখন iPhone 15 এর দাম 10,000 টাকা কমানো হয়েছে এবং এটি বর্তমানে 69,900 টাকায় পাওয়া যাচ্ছে। আবার iPhone 15 Plus এর দাম 10,000 টাকা কমানোয় এটি এখন 79,900 টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : iPhone 16 লঞ্চ হতেই বিক্রি বন্ধ iPhone 15 Pro ও iPhone 13 সহ তিন আইফোন মডেলের

আবার অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে ক্রেতারা আরও 4,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন

iPhone 14, iPhone 14 Plus এর মূল্য কমানোর পর নতুন দাম

গত বছরের ৭ সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল আইফোন 14 সিরিজ। নতুন আইফোন 16 সিরিজ লঞ্চের পর আইফোন 14 প্লাস ও আইফোন 14 মডেলের দাম কমিয়েছে অ্যাপল।

আইফোন 14 এবং আইফোন 14 প্লাস এর লঞ্চের সময় দাম ‌শুরু হয়েছিল যথাক্রমে 79,900 টাকা এবং 89,900 টাকা থেকে। এখন আইফোন 14 এর দাম আরও 10,000 টাকা কমানো হয়েছে এবং এটি বর্তমানে 59,900 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আইফোন 14 প্লাস এর দাম 10,000 টাকা কমিয়ে 69,900 টাকায় বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন : iPhone 16 Series Price in India: ভারতে আইফোন 16, 16 প্লাস, 16 প্লাস প্রো ও প্রো ম্যাক্স এর দাম কত

এদের সাথে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহার করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে।

উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয়বার iPhone 14 এবং iPhone 14 Plus এর দাম কমলো। IPhone 15 সিরিজ লঞ্চের সময় কোম্পানি এই মডেলগুলির দাম 10,000 টাকা কমিয়েছিল।

Tags:    

Similar News