অবশেষে iPhone 15 Pro সিরিজে থাকছে পেরিস্কোপ লেন্স, ক্যামেরায় কি কি সুবিধা পাওয়া যাবে
অ্যাপল (Apple) মাত্র এক মাস আগেই iPhone 14 সিরিজের হ্যান্ডসেটগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। তবে ইতিমধ্যেই আগামী বছর লঞ্চ হতে চলা এর উত্তরসূরি, iPhone 15 সিরিজটিকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি এই সিরিজের প্রো মডেলগুলির ক্যামেরা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। জনপ্রিয় এক অ্যাপল বিশ্লেষক জানিয়েছেন, iPhone 15 Pro মডেলগুলি প্রত্যাশিত নতুন ৮পি (8P) বা আট-এলিমেন্ট লেন্সের সাথে আসবে না। অর্থাৎ, নতুন মডেলে এখনও iPhone 14 Pro ভ্যরিয়েন্টে ব্যবহৃত সাত-এলিমেন্টের লেন্সই থাকবে। তবে এর পাশাপাশি শোনা যাচ্ছে যে, টপ-এন্ড Apple iPhone 15 Pro Max উন্নত পেরিস্কোপ (Periscope) জুম লেন্সের সাথে আত্মপ্রকাশ করবে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ফাঁস হল iPhone 15 সিরিজের Pro সংস্করণগুলির ক্যামেরা সংক্রান্ত বিবরণ
বিশ্লেষক মিং চি কুও টুইটারে দাবি করেছেন যে, নতুন আইফোন ১৫ সিরিজের প্রো মডেলগুলি আট-এলিমেন্টের লেন্স থেকে বঞ্চিত হবে। যদি, এই মডেলগুলিতে আরও একটি এলিমেন্ট লেন্স যোগ করা হত, তাহলে ক্যামেরাগুলি বিকৃতি কম হওয়ার জন্য আরও ভাল ওয়াইড-অ্যাঙ্গেল শট অফার করতে পারতো। আইফোনের নতুন সংস্করণে এই ক্যামেরা আপগ্রেডটি না থাকলেও, আইফোন ১৫ প্রো ম্যাক্স একটি পেরিস্কোপ জুম লেন্সের সাথে আসবে বলে জানা গেছে, যা আইফোনের জন্য প্রথম হবে। তবে, এটি রেগুলার প্রো মডেলে পাওয়া যাবে না বলে জানা গেছে।
জানিয়ে রাখি, একটি পেরিস্কোপ লেন্সের সাহায্যে ব্যবহারকারীরা ব্লার বা আবছা ব্যাকগ্রাউন্ড এবং তীক্ষ্ণ ফোরগ্রাউন্ড সহ আরও বড় পোট্রেট ক্যাপচার করতে পারেন। পেরিস্কোপ জুম ক্যামেরাগুলি একজন ফটোগ্রাফার এবং তার বিষয়ের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করবে বলে আইফোন ইউজাররা দূর থেকে স্পষ্ট শটগুলি ক্লিক করতেও সক্ষম হবেন।
যদিও, iPhone 15 Pro Max এই পেরিস্কোপ লেন্স সহ প্রথম স্মার্টফোন হবে না। জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ওপ্পো (Oppo) হল প্রথম কোম্পানি যারা এই পেরিস্কোপ ক্যামেরা মডিউল সহ একটি কনসেপ্ট ডিভাইস প্রদর্শন করেছিল, যা সারা বিশ্বকে দেখিয়েছিল যে, সুষম প্রস্থ ও ওজন বজায় রেখেও স্মার্টফোনে পেরিস্কোপ লেন্স অনায়াসে উপস্থিত থাকতে পারে। কোম্পানি একটি প্রিজম সহ স্মার্টফোনের চ্যাসিসে অনুভূমিক-অবস্থানযুক্ত পেরিস্কোপ লেন্স যুক্ত করেছিল, যাতে আলো পেরিস্কোপ লেন্স থেকে সরাসরি প্রবেশ করে ৯০ ডিগ্রি প্রতিফলিত হতে পারে এবং তারপরে সেন্সরে পৌঁছতে পারে। এটি প্রাইমারি ক্যামেরার তুলনায় পাঁচগুণ (বা তার চেয়েও বেশি) ম্যাগনিফিকেশন তৈরি করতে সাহায্য করে।
প্রসঙ্গত, একটি রেগুলার ক্যামেরার ক্ষেত্রে, আলো সরাসরি লেন্সে প্রবেশ করে এবং তারপর ক্যামেরায়। লেন্স এবং সেন্সর একটি সরল রেখায় একে অপরের ওপরে থাকে। তবে, এতে একটি প্রিজম বা আয়না যোগ করলে, তা ফোকাল দৈর্ঘ্যকে বাড়িয়ে এবং বিকৃতি বা শব্দ ছাড়াই উন্নত মানের ছবি তুলতে সাহায্য করে।
এছাড়া, Samsung Galaxy S22 Ultra-এ একটি পেরিস্কোপ লেন্স রয়েছে, যা ১০x অপটিক্যাল জুম এবং ১০০x পর্যন্ত ডিজিট্যাল জুম সাপোর্ট করে। তুলনায়, iPhone 13 Pro মডেলগুলির টেলিফটো লেন্স শুধুমাত্র ৩x অপটিক্যাল জুমের পাশাপাশি ১৫x ডিজিট্যাল জুম অফার করে।
উল্লেখ্য, সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপল তাদের iPhone 15 সিরিজের "Pro Max" মডেলের নামটি বদলাবে এবং পরিবর্তে এটিকে "Ultra" নামে ডাকা হবে। তবে, কোম্পানিটি iPhone 14 লাইনআপের সাথে পুনরায় চালু হওয়া "Plus" সিরিজটি আগামী বছরও অব্যাহত রাখবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। আগামী দিনে এসম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে বলে আশা করা হচ্ছে।