বারবার চার্জ বসাতে হবে না, iPhone 15 সিরিজে ব্যাটারি লাইফ বাড়াতে চলেছে Apple
Apple-এর নতুন iPhone সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ হতে এখনও প্রায় ৮ মাসেরও বেশি সময় বাকি আছে। তবে, অনেক আগেই থেকেই এই লাইনআপের ডিভাইসগুলিকে নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। আইফোন সম্পর্কিত একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, অ্যাপল তাদের আসন্ন iPhone 15 সিরিজের শীর্ষ সংস্করণের নাম পরিবর্তন করবে। মার্কিন সংস্থাটির নিয়মিত নামকরণের ধরণ অনুসরণ করে, শীর্ষ মডেলটির নাম হওয়া উচিত iPhone 15 Pro Max। তবে, নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এটির নাম Apple Watch Ultra-এর সাথে সামঞ্জস্য রেখে "iPhone 15 Ultra" রাখা হবে। রিপোর্টে আরও জানানো হয়েছে যে, iPhone 15 Ultra উৎপাদনের জন্য দুটি বড় ফ্যাক্টরি থাকবে। এই কারখানাগুলি হল লাক্সার প্রিসিশন (Luxshare Precision) এবং ফক্সকন (Foxconn)। অ্যাপলের লক্ষ্য তাদের আইফোন উৎপাদন পার্টনারদের মধ্যে বৈচিত্র্য আনা। এর এখন iPhone 15 সিরিজের উচ্চতর মডেলটির ব্যাটারি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
নতুন নামের সাথে আসা iPhone 15 Pro Max ফোকাস করবে তার ব্যাটারি লাইফের ওপর
একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, আইফোন ১৫ প্রো ম্যাক্স /আল্ট্রা-তে একটি বড় পরিবর্তন আসবে। এটা প্রায় সকলেরই জানা যায় চার্জিং ইন্টারফেসটি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট হবে। ইলেকট্রনিক ডিভাইসের দীর্ঘ তালিকার জন্য চার্জিং স্ট্যান্ডার্ড একীভূত করতে ইউরোপিয়ান ইউনিয়ন (EU)-এর সিদ্ধান্তের কাছে অ্যাপলকে নত হতে হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি একটি বিল জারি করেছে যাতে ইউরোপে আসা সমস্ত ইলেকট্রনিক পণ্যকে ইউএসবি টাইপ-সি ব্যবহার করতে হবে। এই বিলের অধীনে, অ্যাপলকে আইফোনের জন্য চার্জিং ইন্টারফেস প্রতিস্থাপন করতে হবে।
এছাড়াও, শোনা যাচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) আইফোন ১৫ সিরিজের জন্য পরবর্তী প্রজন্মের অ্যাপল এ১৭ বায়োনিক চিপের কর্মক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছে। অ্যাপল তাদের আসন্ন আইফোন সিরিজে ব্যাটারি লাইফ বৃদ্ধি করার প্রতিও বিশেষ মনোযোগী হয়েছে। অ্যাপলের লেটেস্ট এ১৬ বায়োনিক প্রসেসরটি ইতিমধ্যেই অন্যান্য মোবাইল প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতায় অনেক এগিয়ে রয়েছে। তাই, অ্যাপলের এই মুহূর্তে কার্যক্ষমতা বৃদ্ধির কোনো বাস্তব প্রয়োজন নেই।
প্রসঙ্গত, অ্যাপল যদি ইউএসবি টাইপ-সি চার্জার ব্যবহার করতে না চায়, তবে তাদের একমাত্র বিকল্প হবে একটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ iPhone 15 লঞ্চ করা। এই মুহুর্তে, ওয়্যারলেস চার্জিং একটি মোবাইল ফোনে একমাত্র চার্জিং অপশন হওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিণত নয়। এদিকে, অ্যাপলের লাইটনিং ইন্টারফেসের সাথে তুলনা করলে, ইউএসবি টাইপ-সি পোর্টের সুস্পষ্ট সুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ, এটি ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং পাওয়ার সাপোর্ট করে। এছাড়াও অনেকগুলি কম্প্যাটিবল প্রোটোকল রয়েছে এবং এর ট্রান্সমিশনের হার ৪০ জিবি/সেকেন্ড পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্যদিকে, অ্যাপলের লাইটনিং প্রযুক্তি পুরানো, উচ্চ লেটেন্সি সহ, চার্জ করার গতি অসহনীয়, এবং কম্প্যাটিবিলিটি তুলনামূলকভাবে খারাপ, কারণ শুধুমাত্র অ্যাপল ডিভাইসেই এই ইন্টারফেস আছে এবং অতিরিক্ত ফাংশন অর্জন করতে ব্যবহারকারীকে একটি ডকিং স্টেশন কিনতে হয়৷ এছাড়া ইন্ডাস্ট্রি চেইন-এর তথ্য অনুযায়ী, iPhone 15-এর স্ট্যান্ডার্ড সংস্করণটি iPhone 14 Pro সিরিজের মতো একই এ১৬ বায়োনিক চিপ ব্যবহার করবে। শুধুমাত্র iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max (Ultra) মডেলগুলি একচেটিয়াভাবে টিএসএমসি-এর ৩ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এ১৭ চিপ দ্বারা চালিত হবে।
উল্লেখ্য, iPhone 15 Pro এবং iPhone 15 Ultra তাদের র্যাম ক্যাপাসিটি ৬ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত আপগ্রেড করবে। স্ট্যান্ডার্ড iPhone 15 মডেলে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি একটি ডুয়েল পাঞ্চ-হোল স্ক্রিন ডিজাইনও দেখা যেতে পারে।