Vivo, Xiaomi, Huawei ফোনের ক্যামেরার কাছে পাত্তা পেল না iPhone 16 Pro Max
ক্যামেরা সহ দুর্দান্ত ফিচারের কারণে বিশ্বজুড়ে জনপ্রিয় আইফোন। তবে নতুন iPhone 16 সিরিজ কিছুটা হলেও হতাশ করছে বলে বিভিন্ন রিপোর্ট থেকে উঠে আসছে। এখন আবার DXOMark এর ক্যামেরা পরীক্ষায় iPhone 16 Pro Max কে পিছনে ফেলেছে চীনা ব্র্যান্ডগুলির ফ্ল্যাগশিপ ফোন। আজ্ঞে হ্যাঁ! Vivo X100 Pro, Xiaomi 14 Ultra ও Huawei Pura 70 Ultra-র বিভিন্ন ক্যামেরা সেন্সর থেকে তোলা ছবি আইফোন ১৬ সিরিজের প্রো ম্যাক্স মডেলের তুলনায় ভালো বলে জানা গেছে।
DXOMark তাদের ওয়েবসাইটে জানিয়েছে, টেলিফটো ক্যামেরার ক্ষেত্রে চাইনিজ ব্র্যান্ডগুলির ফোন অর্থাৎ Xiaomi 14 Ultra ও Vivo X100 Pro অনেক তথ্যবহুল ছবি ক্যাপচার করতে পারছে। এছাড়া iPhone 16 Pro Max এর টেলিফটো ক্যামেরায় তোলা ছবি সঠিক স্কিন টোন ধরে রাখতে পারেনি এবং নয়েজ অনেক বেশি দেখা গেছে।
আবার কাছের দৃশ্য ক্যাপচার করার ক্ষেত্রেও DXOMark, iPhone 16 Pro Max এর তুলনায় Xiaomi 14 Ultra ও Vivo X100 Ultra কে বেশি পয়েন্ট দিয়েছে। জানানো হয়েছে শাওমি ও ভিভো ফোনের ছবি অনেক বেশি উজ্জ্বল ও পরিস্কার।
জুম শটের ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে iPhone 16 Pro Max। এক্ষেত্রে সবচেয়ে সেরা ছবি তুলে দিয়েছে ভিভোর স্মার্টফোনটি। জুম করলেও ডিভাইসটি থেকে তোলা ছবি ছিল তথ্যবহুল। তবে সমস্ত ফোনের জুম শটে তোলা ছবিতে নয়েজ স্পষ্ট।
DXOMark তাদের পরীক্ষায় আরও দেখেছে যে, আল্ট্রা ওয়াইড শটের ক্ষেত্রেও ভালো ফল করতে ব্যর্থ iPhone 16 Pro Max। এক্ষেত্রেও সমস্ত অবজেক্টগুলি সঠিক কালার ও পরিষ্কার হয়নি আইফোনের প্রো সিরিজের মডেল থেকে তোলা ছবিতে। সেই জায়গায় অনেক ভালো ছবি তুলতে পেরেছে Huawei ও Vivo ডিভাইস দুটি।