দিওয়ালি সেলে ৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে আইফোন ১৬ সিরিজের সমস্ত মডেল, দেখুন অফার

Update: 2024-10-22 06:38 GMT

ভারতে নতুন আইফোনের উৎপাদন শুরু হওয়ার পর থেকে অনেক কমে আইফোনের মডেল পাওয়া যাচ্ছে। দূর্গাপুজো উপলক্ষে বিভিন্ন সেলে অনেক কম দামে আইফোন বিক্রি হয়েছে। আবার সামনে আছে দীপাবলি। ইতিমধ্যেই ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো ওয়েবসাইটে দীপাবলি উপলক্ষে দিওয়ালি সেল শুরু হয়েছে। এই সেলেও লেটেস্ট আইফোন ১৬ সিরিজ কিছুটা সস্তায় কেনা যাবে। সিরিজের আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স এই সেগুলিতে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে। আসুন কোথায় কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

প্রথমেই বলি আইফোন ১৬ সিরিজের সাথে ফ্লাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না। বরং ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। বিভিন্ন ই-কমার্স ও রিটেল স্টোরে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের সাথে পেমেন্ট করলে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। যেমন, আপনি যদি অ্যামাজন ও ফ্লিপকার্টের মত ই-কমার্স সাইট থেকে আইফোন ১৬ লাইনআপ অর্ডার করেন এবং এসবিআই অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে ১,৫০০ টাকা ছাড় পাবেন। আবার বিজয় সেলস তাদের ওয়েবসাইটে ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে।

একইভাবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং পার্টনার স্টোরে ব্যাঙ্ক কর্ডের মাধ্যমে ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্ট আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স ক্ষেত্রে প্রযোজ্য। এর জন্য আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ই-কমার্স সাইট অ্যামাজনে ডিসকাউন্টের পাশাপাশি ১২ মাসের জন্য নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করে ট্রেড-ইন অফারের মাধ্যমে ৬৭,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

দামের কথা বললে, আইফোন ১৬ এর ১২৮ জিবি অর্থাৎ বেস মডেলটির ভারতে দাম রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা। আব বড় ডিসপ্লে এবং ব্যাটারির সাথে আসা আইফোন ১৬ প্লাস কিনতে সর্বনিম্ন ৮৯,৯০০ টাকা খরচ করতে হবে। আর আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স এর প্রাথমিক স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১১৯,৯০০ টাকা ও ১৪৪,৯০০ টাকা।

Tags:    

Similar News