আইফোনের পার্টস বিক্রি শুরু করল Apple, বাড়ি বসেই করা যাবে মেরামত

এবার বাড়ি বসেই নিজেই সারাতে পারবেন আইফোন। কারণ স্পেয়ার পার্টস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। মার্কিন যুক্তরাষ্ট্র ও নির্দিষ্ট কয়েকটি দেশে এই পার্টসগুলি অনলাইনে কেনা যাবে।

Update: 2024-11-11 14:07 GMT

আইফোন ১৬ সিরিজের স্পেয়ার পার্টস বিক্রি করার সিদ্ধান্ত নিল Apple। মার্কিন যুক্তরাষ্ট্র এবং নির্দিষ্ট কয়েকটি দেশে এই পার্টসগুলি কেনা যাবে। ফলে এবার থেকে বাড়িতে বসেই সারাতে পারবেন আইফোন। ২০২২ সালে এই পার্টস বিক্রি করার উদ্যোগ নেয় সংস্থা। তারই অংশ হিসাবে iPhone 16 এর অফিশিয়াল পার্টস অর্ডার করা যাবে অনলাইনে। তবে পরিষেবাটি এখনও ভারতে চালু হয়নি।

কত খরচ এবং কোথা থেকে অর্ডার করতে হবে?

আইফোন ১৬ ব্যবহারকারীরা এখন অ্যাপলের সেল্ফ সার্ভিস রিপেয়ার স্টোর থেকে একাধিক পার্টস অর্ডার করতে পারবেন। খরচ পড়বে -

ব্যাটারির জন্য -

আইফোন ১৬ - ৯৯ ডলার (প্রায় ৮,৩৫৩ টাকা)

আইফোন ১৬ প্লাস - ৯৯ ডলার (প্রায় ৮,৩৫৩ টাকা)

আইফোন ১৬ প্রো - ১১৯ ডলার (প্রায় ১০,০৪১ টাকা)

আইফোন ১৬ প্রো ম্যাক্স - ১১৯ ডলার (প্রায় ১০,০৪১ টাকা)

ডিসপ্লের জন্য -

২৭৯ থেকে ৩৭৯ ডলার (প্রায় ২৩,৫৪২ টাকা থেকে ৩১,৯৮০ টাকা)। আইফোন মডেলের উপর খরচ নির্ভর করবে।

ক্যামেরার জন্য -

১৬৯ থেকে ২৪৯ ডলার (প্রায় ১৪,২৬০ টাকা থেকে ২১,০১০ টাকা)।

ভাড়ায় নেওয়া যাবে এই পার্টস লাগানোর কিট -

৭ দিনের জন্য ৪৯ ডলার (প্রায় ৪,১৩৪ টাকা) খরচ করে ভাড়ায় নেওয়া যাবে এই পার্টস লাগানোর জন্য কিট। এই কিটগুলিতে বিশেষ সরঞ্জাম রয়েছে যা মেরামতের জন্য ডিভাইসটিকে নিরাপদে আলাদা করতে সহায়তা করবে। ব্যাটারি এবং ডিসপ্লে ছাড়াও, ব্যবহারকারীরা অন্যান্য অংশগুলি যেমন ক্যামেরা সিস্টেম, গ্লাস, উপরের এবং নীচের স্পিকার এবং ট্রুডেপ্থ ক্যামেরা, যার মাধ্যমে ফেস আইডি কাজ করে তা প্রতিস্থাপন করতে পারবেন। এর সঙ্গে একটি গাইডলাইন বইও দেওয়া হবে। যেখানে ধাপে ধাপে ম্যানুয়ালি মেরামত করার উপায় লেখা থাকবে।

এই সেল্ফ সার্ভিস রিপেয়ার ব্যবহারকারীদের স্টোরে গিয়ে মেরামতের খরচ বাঁচাতে সাহায্য করতে পারে বলে মনে করছে সংস্থা। তবে অ্যাপল এটাও সতর্ক করেছে যে এই পরিষেবা তাদের জন্য সবথেকে বেশি উপযুক্ত যারা ইলেকট্রনিক্স পরিচালনার মতো কাজ করেছেন। কারণ এর সঙ্গে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। যদিও নির্দেশাবলী এবং নিরাপত্তা সতর্কতার জন্য আলাদা বই থাকবে বলে জানিয়েছে অ্যাপল।

Tags:    

Similar News