iPhone SE 4 থেকে M4 MacBook Air, আগামী বছরে আসছে অ্যাপলের একগুচ্ছ ডিভাইসে

২০২৫ সালে বসন্তকালীন ইভেন্টে ৫টি নতুন ডিভাইস লঞ্চ করতে পারে অ্যাপল। এর মধ্যে প্রথম ডিভাইসটি হল iPhone SE 4।

Update: 2024-11-18 07:23 GMT

iPhone SE 4 & M4 MacBook Air Launch Date

২০২৫ এর বসন্তকালীন ইভেন্টে একাধিক নতুন ডিভাইসের ঘোষণা করতে পারে Apple। সম্ভাব্য তালিকায় রয়েছে iPhone SE 4, iPad Air, নতুন MacBook ইত্যাদি। ইতিমধ্যেই ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। যদিও অ্যাপল প্রতিবারের মতো এবারও এগুলি সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। তবে টিপস্টারদের দৌলতে কি কি তথ্য সামনে এসেছে আসুন জেনে নেওয়া যাক।

iPhone SE 4: ২০২৫ সালে বসন্তকালীন ইভেন্টে ৫টি নতুন ডিভাইস লঞ্চ করতে পারে অ্যাপল। এর মধ্যে প্রথম ডিভাইসটি হল আইফোন এসই ৪। বহু প্রতীক্ষিত এই আইফোন আগামী বছরে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে। নতুন আইফোন ১৫ সিরিজের মতো ডিজাইন থাকবে এতে। দামে হতে পারে তুলনামূলক কম। এছাড়া আপডেটেড প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে থাকবে ফোনে। এটি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সবথেকে সস্তা আইফোন মডেল হতে পারে।

iPad 11: দ্বিতীয় যে ডিভাইসটি আসতে চলেছে তা হল আইপ্যাড ১১। প্রায় ২ বছর পর নতুন ফিচার-সহ লঞ্চ হতে চলেছে আইপ্যাড। এই ডিভাইসে মূল আকর্ষণ হতে পারে এ১৮ চিপ-সহ অ্যাপল ইন্টেলিজেন্স এআই সাপোর্ট। ডিজাইনের দিক থেকে খুব বেশি পরিবর্তন না হলেও, ফিচারের ক্ষেত্রে নোটিফিকেশন সামারি, ইমেজ প্লেগ্রাউন্ড, জেনমোজি ইত্যাদি সুবিধা পাওয়া যেতে পারে।

M4 MacBook Air: তালিকায় তৃতীয় ডিভাইসটি হল এম৪ ম্যাকবুক এয়ার। পরবর্তী প্রজন্মের ম্যাকবুক এয়ারে হাই-টেক এম৪ চিপ দিতে পারে অ্যাপল। দামও কম হতে পারে। এই ল্যাপটপের সম্ভাব্য ফিচার - ১৬ জিবি র‍্যাম, ১২ মেগাপিক্সেল ক্যামেরা, উন্নত ব্যাটারি লাইফ-সহ নিউরাল ইঞ্জিন। ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে নতুন ম্যাকবুক।

M3 iPad Air: ২০২৫ সালের মার্চ নাগাদ লঞ্চ হতে পারে তালিকার চতুর্থ ডিভাইস এম৩ আইপ্যাড এয়ার। আপডেটেড এলসিডি ডিসপ্লে ছাড়াও এতে নতুন ম্যাজিক কি-বোর্ড পাওয়া যেতে পারে। ট্যাবে হাই-পারফরম্যান্স যুক্ত এম৩ প্রসেসরও যোগ করতে চলেছে অ্যাপল। এতে ওয়াইফাই ৭ এবং থান্ডার বোল্ট সাপোর্ট থাকবে বলে শোনা যাচ্ছে।

Apple Smart Home: পঞ্চম ডিভাইসটি হল স্মার্ট হোম প্রোডাক্ট। টেক মহলে দাবি, ২০২৫ সালে অ্যাপল তাদের প্রথম স্মার্ট হোম প্রোডাক্ট বাজারে আনতে পারে। এটি হল ৬ ইঞ্চি ডিসপ্লের হোমপ্যাড, যেখানে অ্যাপল ইন্টেলিজেন্স এআই সাপোর্ট থাকবে। ডিভাইসে পাওয়া যাবে ফ্রন্ট ক্যামেরা এবং অতিরিক্ত স্পিকার।

Tags:    

Similar News