Xiaomi Redmi ও Poco ফোনে এবার স্বদেশী ইন্ডাস অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোরের রাজত্ব শেষ?
গুগল প্লে-স্টোরকে টেক্কা দিতে বছরের শুরুতেই ইন্ডাস অ্যাপ স্টোর আনে ফোনপে। এবার সেই অ্যাপ স্টোরকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে যোগ করার সিদ্ধান্ত নিল Xiaomi। গেটঅ্যাপসকে প্রতিস্থাপন করতে চলেছে সংস্থা।
বিজ্ঞাপন থেকে মুক্তি দিতে চলেছে Xiaomi। ভারতে গেটঅ্যাপস স্টোরকে (GetApp Store) প্রতিস্থাপন করে ফোনপে’র বানানো ইন্ডাস অ্যাপ স্টোরকে জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাওমি। ২০২৫ সালের জানুয়ারিতে এই অ্যাপ স্টোর ফোনগুলিতে উপস্থিত হবে। ভারতে বিক্রি হওয়া রেডমি, পোকো-সহ সমস্ত শাওমি স্মার্টফোনে পাওয়া যাবে এই অ্যাপ স্টোর।
কেন ভারতে নতুন অ্যাপ স্টোর আনছে শাওমি?
টেক মহলে দাবি, বিজ্ঞাপন এবং সিস্টেম ব্লোটের সমস্যা নিয়ে এর আগে অনেকবার সমালোচিত হয়েছে গেটঅ্যাপস। যার ফলে শাওমি স্মার্টফোন ব্যবহারকারীরা ঠিক মতো অ্যাপ স্টোর ব্যবহার করতে পারতেন না। তাই ইন্ডাস অ্যাপ স্টোর ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। শাওমির আশা এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করবে। পাশাপাশি গতিশীল বাজার ব্যবহারকারীর উদ্বেগ এবং সম্মতির প্রয়োজনীয়তার প্রতি কোম্পানির স্বীকৃতি প্রতিফলিত করবে।
ইন্ডাস অ্যাপ স্টোর কী?
চলতি বছরের শুরুতে চালু হয় ইন্ডাস অ্যাপ স্টোর। এটি একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মার্কেটপ্লেস, যা ভারতীয় ব্যবহারকারীদের জন্য স্থানীয় এবং অনুকূল অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করবে। আঞ্চলিক নানা অ্যাপ, অফার এবং গেমের অ্যাক্সেস পাওয়া যাবে এখানে। বর্তমানে, অ্যাপ স্টোরটিতে ৪৫টি বিভাগে ২,০০,০০০ এর বেশি অ্যাপ এবং গেম রয়েছে। ১২টি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ স্টোর।
চাপে গুগল প্লে-স্টোর
উচ্চ কমিশনের জন্যই প্রায়ই সমালোচনা করা হয় গুগল প্লে-স্টোরকে। এইসব কার্যকলাপের জন্য তদন্তের মুখে পড়েছে গুগল। ফোনপে’র দাবি, তাদের অ্যাপ স্টোরে অর্থপ্রদান এবং বিভিন্ন ডিজিটাল পরিষেবাকে সহজ করে তোলা হবে। যেহেতু একটি বিরাট সংখ্যক মানুষ শাওমি’র ফোন ব্যবহার করেন, তাই গ্রাহক হারাতে পারে গুগল। লোকসানের মুখে পড়তে পারে প্লে-স্টোর।