পেগাট্রনের সাথে চুক্তি সাক্ষর টাটার, এবার তামিলনাড়ুতে তৈরি হবে Apple iPhone

তামিলনাড়ুতে আইফোন উৎপাদন করার জন্য পেগাট্রনের সঙ্গে চুক্তি সম্পন্ন করল টাটা ইলেক্ট্রনিক। দুই সংস্থা মিলে যৌথ উদ্যোগে এই উৎপাদন সামলাবে দক্ষিণ ভারতে।

Update: 2024-11-18 13:51 GMT

আইফোন উৎপাদনের লক্ষ্যে আরও একধাপ এগোল টাটা (Tata)। দক্ষিণ ভারতে পেগাট্রনের (Pegatron) যে আইফোনের কারখানা রয়েছে তা অধিগ্রহণ করার চুক্তি সম্পন্ন করল সংস্থাটি। সূত্রের খবর, টাটা ও পেগাট্রন মিলে যে যৌথ সংস্থা বানিয়েছে তার ৬০ শতাংশ মালিকানা থাকবে টাটাদের কাছে। বাকি ৪০ শতাংশ মালিকানা টেকনিক্যাল সাপোর্ট রূপে দেবে পেগাট্রন। যদিও যৌথ সংস্থার আর্থিক খতিয়ান প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, ইতিমধ্যে দেশজুড়ে আইফোন উৎপাদন ও বিক্রি বাড়ানোর লক্ষ্যে ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে অ্যাপলের তরফে। দিল্লি ও মুম্বইয়ের পর আরও চার শহরে অ্যাপল স্টোর খোলার ঘোষণা করেছেন সিইও টিম কুক। গত এপ্রিলে রয়টার্স জানিয়েছিল, টাটাদের কাছে কারখানা বিক্রি করার সিদ্ধান্তে পেগাট্রন যে অগ্রসর হয়েছে তাতে সমর্থন জানিয়েছে Apple। দুই সংস্থার মধ্যে সম্পর্কের অবনতির ইঙ্গিতও হতে পারে এই সমর্থন।

চিনের উপর নির্ভরশীলতা কমাতে চায় মার্কিন সংস্থা। বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এখনও অব্যাহত। যার ভরপুর সুযোগ নিতে পারে ভারত। অ্যাপল আইফোন উৎপাদন হওয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক্স হাব হিসাবে পরিচিতি গড়ে তোলার দারুন সুযোগ রয়েছে কেন্দ্রের কাছে। ভারত-তথা বিশ্বজুড়ে ব্যবসা বিস্তার করেছে টাটা গ্ৰুপ। এবার জনপ্রিয় স্মার্টফোন আইফোন উৎপাদনেও বড় ভূমিকা পালন করতে চলেছে সংস্থা।

সূত্র মারফত খবর, শুক্রবার আইফোন কারখানা চুক্তির চূড়ান্তকরণের বিষয়ে একটি অভ্যন্তরীণ ঘোষণা করা হয়েছিল। দুই সংস্থা আগামীদিনে ভারতের প্রতিযোগিতা কমিশনের (CCI) কাছ থেকে অনুমোদন চাইতে পারে। ছাড়পত্র মিললেই জোর কদমে শুরু হবে আইফোন উৎপাদন।

উল্লেখ্য, আগামী বছরে বেশ কিছু নতুন ডিভাইস ঘোষণা করতে চলেছে অ্যাপল। এর মধ্যে রয়েছে নতুন আইফোন, ম্যাকবুক এবং আইপ্যাড। ২০২৫ সালের বসন্তকালীন ইভেন্টে ডিভাইসগুলি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করবে সংস্থা।

Tags:    

Similar News