Black Friday Sale 2024: ভারতে ফ্লিপকার্ট, অ্যামাজন সহ এই শপিং সাইটে থাকবে ব্ল্যাক ফ্রাইডে সেলের অফার
এখন ব্ল্যাক ফ্রাইডে সেল একদিনের পরিবর্তে প্রায় ৭ দিনের জন্য আনা হয়। অর্থাৎ নির্দিষ্ট দিনের আগে ও পরে সেলের অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।
নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংস উদযাপন করা হয়। এরপরের দিন আসে ব্ল্যাক ফ্রাইডে। এই সময় শপিংয়ের জন্য দুর্দান্ত সময়। এই কারণে ব্ল্যাক ফ্রাইডে সেলের (Black Friday Sale) আয়োজন করে ই-কমার্স সাইটগুলি। এই সেলে বিভিন্ন প্রোডাক্টের সাথে ইলেকট্রনিক্স আইটেম অনেক কম দামে বিক্রি করা হয়।
তবে ব্ল্যাক ফ্রাইডে সেল এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নেই। এটি সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। ভারতেও এখন অ্যামাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন শপিং সাইট ব্ল্যাক ফ্রাইডে সেলের আয়োজন করে। আর এই সেলেও ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স থেকে ফ্যাশন সহ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
বড় বড় অফলাইন রিটেল স্টোরগুলিও ব্ল্যাক ফ্রাইডে সেলের আয়োজন করে। ফলে আপনি অফলাইন ও অনলাইন, উভয় জায়গা থেকেই সেলের ফায়দা তুলতে পারবেন। এছাড়া এখন ব্ল্যাক ফ্রাইডে সেল একদিনের পরিবর্তে প্রায় ৭ দিনের জন্য আনা হয়। অর্থাৎ নির্দিষ্ট দিনের আগে ও পরে সেলের অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা। এমনকি এই সেলকে সাইবার মনডে সেল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ কেনাকাটার জন্য পর্যাপ্ত সময়ও পাওয়া যায়।
গতবছর ভারতে অনলাইনে Tata Cliq, Flipkart এবং Amazon ব্ল্যাক ফ্রাইডে সেলের আয়োজন করেছিল। আশা করা যায় এবছরও শপিং সাইটগুলি এই সেল আনবে। এছাড়া Bijay Sales, Croma, Myntra, Paytm সাইটেও এই সেলের বিভিন্ন অফার পাওয়া যাবে। যেখানে ক্রেতারা সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ও নো কস্ট ইএমআই অফার পেতে পারেন।
Black Friday Sale এর তারিখ
আগেই বলেছি যে, থ্যাংকসগিভিং এর পরের দিন অর্থাৎ ২৮ নভেম্বর বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে সেলের আয়োজন করা হবে। অর্থাৎ এই সেলের তারিখ ২৯ নভেম্বর। আবার সাইবার মনডে সেলের তারিখ ২ ডিসেম্বর।