লঞ্চের আগেই iQOO 12 ও iQOO 12 Pro-র সমস্ত ফিচার্স ফাঁস, পড়তে শুরু করলে চমকে যাবেন!

Update: 2023-10-30 09:14 GMT

আইকো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 12 এবং iQOO 12 Pro আগামী ৭ নভেম্বর চীনে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ফোনগুলির ডিজাইনের পাশাপাশি চিপসেটের নাম নিশ্চিত করা হয়েছে। বলতে গেলে তেইশের শেষবেলায় অন্যতম চমক হিসাবে আসতে চলেছে iQOO 12 সিরিজ। লঞ্চের কয়েকদিন আগেই, এখন দু'টি ফোনেরই সব স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। চলুন দেখে নিই, এগুলি কী কী অফার করতে চলেছে।

iQOO 12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়েইবোতে ফাঁস হওয়া পোস্টার অনুযায়ী, আইকো ১২-এ ইঞ্চির বিওই (BOE) নির্মিত ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন, ৩,০০০ নিট ব্রাইটনেস এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং অফার করবে৷ নিরাপত্তার জন্য, এতে অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আইকো ১২ এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট সহ আসবে।

ক্যামেরার ক্ষেত্রে, আইকো ১২-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০এইচ প্রাইমারি সেন্সর দেখা যাবে। এই প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম ও ১০০x পর্যন্ত ডিজিট্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের ওভি৬৪বি টেলিফোটো লেন্সের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 12 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করলেও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না৷

iQOO 12 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

iQOO 12 Pro-তে কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চির ২কে স্যামসাং ই৭ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট, ২,৭০০ নিট পিক ব্রাইটনেস, ১,৪৪০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। এই স্মার্টফোনেও Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহৃত হবে, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, স্ট্যান্ডার্ড মডেলের মতোই iQOO 12 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেলের OmniVision OV50H প্রাইমারি ক্যামেরা থাকবে। মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের OV64B পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে মিলিত হবে, যা ৩x অপটিক্যাল জুম এবং ১০০x পর্যন্ত ডিজিট্যাল জুম প্রদান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 12 Pro-এ ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, iQOO 12 এবং iQOO 12 Pro উভয় ফোনই অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। দুটি মডেলেই একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ, উন্নত গেমিংয়ের জন্য ডেডিকেটেড কিউ১ (Q1) ডিসপ্লে চিপ, ওয়াই-ফাই ৭, ৫জি, ব্লুটুথ ৫.৪, এনএফসি, ডুয়েল-ফ্রিকোয়েন্সি জিপিএস, আইআর ব্লাস্টার, ডুয়েল স্টেরিও স্পিকার এবং হ্যাপটিক ফিডব্যাকের জন্য এক্সট্রা-লার্জ এক্স-অক্ষ লিনিয়ার মোটর মিলবে। iQOO 12-এ আইপি৬৪-রেটেড চ্যাসিস থাকলেও, iQOO 12 Pro আইপি৬৮-রেটিং প্রাপ্ত বডি অফার করবে। উভয় ফোনেই মেটালিক ফ্রেম থাকবে এবং এগুলি হোয়াইট (বিএমডাব্লিউ স্ট্রাইপ সহ গ্লাস ব্যাক), ব্ল্যাক (গ্লাস ব্যাক) এবং রেড (লেদার ব্যাক)-এর মতো কালারে পাওয়া হবে।

যদিও এই ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি iQOO 12 এবং iQOO 12 Pro-এ কি কি আছে তার আভাস দেয়, তবে নিশ্চিত হতে অফিসিয়াল লঞ্চের জন্য অপেক্ষা করতেই হবে।

Tags:    

Similar News