iQOO 13 India Launch: আইকো ১৩ দুর্ধর্ষ ফিচার নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, মাইক্রোসাইট লাইভ করল অ্যামাজন
iQOO 13 India Launch Soon - আইকো ১৩ স্মার্টফোনে আছে ৬.৮২ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা ২কে প্লাস রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে।
আইকো সম্প্রতি চীনে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইকো ১৩ লঞ্চ করেছে। এতে রয়েছে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এটি আইকো ১২ এর উত্তরসূরি হিসেবে এসেছে। কোম্পানির তরফে জানানো হয়েছিল যে, চীনের পর খুব শীঘ্রই ভারত সহ বিশ্ব জুড়ে লঞ্চ হবে আইকো ১৩। সেইমতোই এখন ভারতে ই-কমার্স সাইট অ্যামাজনে এরজন্য মাইক্রোসাইট তৈরি হল। আসুন এখান থেকে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
আইকো ১৩ এর মাইক্রোসাইট লাইভ করল অ্যামাজন
অ্যামাজনের মাইক্রোসাইটে আইকো ১৩ এর লেজেন্ডারি এডিশনকে দেখা গেছে। টিজার পোস্টারে আইকো ব্র্যান্ডিং সহ ফোনটির ব্যাক প্যানেল দেখানো হয়েছে। তার নীচে বড় করে '১৩' সংখ্যাটি লেখা। আর তার নীচে 'কামিং সুন' কথাটি লেখা আছে। অর্থাৎ মাইক্রোসাইটে লঞ্চের তারিখ নিশ্চিত করা না হলেও পরিষ্কার যে আইকো ১৩ শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে।
উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল যে আইকো ১৩ ভারতে ডিসেম্বর মাসের শুরুতে পা রাখতে পারে। আরও একধাপ এগিয়ে গিজমোচীনা দাবি করেছিল যে, ডিভাইসটি ৫ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে। যদিও নভেম্বরের শুরুতে এর টিজার প্রকাশের অর্থ আইকো ১৩ আরও আগে ভারতে আসতে পারে।
স্পেসিফিকেশনের কথা বললে, আইকো ১৩ স্মার্টফোনে আছে ৬.৮২ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা ২কে প্লাস রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আইকো ১৩ এর পিছনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ ও সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।