iQOO Neo 10: ফ্ল্যাগশিপ কিলার আনছে এই কোম্পানি, ফোনের ফিচার্স শুনলে অবাক হয়ে যাবেন!

iQOO Neo 10 Specification - আইকো নিও ১০ স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট ওলেড ৮টি এলটিপিও ডিসপ্লে প্যানেল পাওয়া যাবে। এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন অফার করবে।

Update: 2024-10-29 14:33 GMT

iQOO 13 আগামীকাল Snapdrago 8 Elite চিপসেট সহ চীনে লঞ্চ হতে চলেছে। ফ্ল্যাগশিপ ফোন হওয়ার কারণে দাম যে প্রিমিয়াম হবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে কোম্পানি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ মডেল নিয়েও কাজ করছে। iQOO Neo 10 ও Neo 10 Pro প্রো নামে দুই স্মার্টফোন নভেম্বরে আত্মপ্রকাশ করবে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। এই দুই ফোনে যথাক্রমে Snapdragon 8 Gen 3 এবং Dimensity 9400 প্রসেসর থাকতে পারে। অফিশিয়াল লঞ্চের আগেই এখন স্ট্যান্ডার্ড iQOO Neo 10 মডেলটির সমস্ত খুঁটিনাটি ফাঁস হয়ে গিয়েছে।

iQOO Neo 13 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, আইকো নিও ১০ স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট ওলেড ৮টি এলটিপিও ডিসপ্লে প্যানেল পাওয়া যাবে। এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে রেজোলিউশন অফার করবে। জল্পনা মতোই ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে বলে একপ্রকার নিশ্চিত করা হয়েছে। এটি ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত থাকতে পারে।

আইকোর আপকামিং ফোনগুলিতে পাওয়ারফুল ব্যাটারি থাকবে বলে চর্চা শোনা যাচ্ছিল। নিও ১০ মডেলেও ৬,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। ব্যাটারিটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও সেকেন্ডারি লেন্স হিসাবে ৮ মেগাপিক্সেল খুব সম্ভবত আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। ফ্রন্টে ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আইকো নিও ১০ অ্যান্ড্রয়েডের একদম লেটেস্ট ভার্সনের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। অর্থাৎ ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১৫ আগে থেকেই ইনস্টল করা থাকবে। এই অপারেটিং সিস্টেমের উপর কোম্পানি নিজস্ব মোবাইল সফটওয়্যার কাজ করবে, যার নাম অরিজিন ওএস ৫। নতুন রিপোর্টে উল্লেখ না করা থাকলেও, এই স্মার্টফোনে ডুয়াল স্পিকার, অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং আইআর ব্লাস্টার থাকবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News