IQOO Neo 10 Pro Specifications: ৫০+৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে আইকো নিও ১০ প্রো, থাকবে এই ফ্ল্যাগশিপ প্রসেসর

IQOO Neo 10 Pro Specifications - টিপস্টার বলেছেন যে, আইকো নিও ১০ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চি ৮টি ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Update: 2024-11-05 06:43 GMT

IQOO Neo 10 Pro Launch Date

আইকো তুলনামূলক সস্তা একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের উপর কাজ করছে, যার নাম আইকো নিও ১০। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস আসবে বলে মনে করা হচ্ছে - আইকো নিও ১০ ও আইকো নিও ১০ প্রো। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন কিছুদিন আগে সিরিজের বেস মডেলের বিশেষ বিশেষ ফিচার সামনে এনেছিলেন, জানা গিয়েছিল এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দেওয়া হবে। আজ আবার তিনি iQOO Neo 10 Pro এর স্পেসিফিকেশন ফাঁস করেছেন। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।

আইকো নিও ১০ প্রো: স্পেসিফিকেশন

টিপস্টার বলেছেন যে, আইকো নিও ১০ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চি ৮টি ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই আইকো ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। তবে এতে সম্ভবত মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না।

ফটোগ্রাফির জন্য আইকো নিও ১০ প্রো মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। যদিও টিপস্টার সেলফি ক্যামেরার বিষয়ে কিছু জানাননি। তবে এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে আমাদের অনুমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

এর আগে আইকো নিও ১০ সম্পর্কে টিপস্টার বলেছিলেন যে, এতে অপটিক্যাল টাইপ ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আর এটিও ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। তবে এর দুটি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে। আশা করা হচ্ছে আইকো নিও ১০ সিরিজ চলতি মাসের শেষে লঞ্চ হবে।

Tags:    

Similar News