iQOO Neo 10 Series Launch: আইকো নিও ১০ ও আইকো নিও ১০ প্রো মিড রেঞ্জে আগামী মাসেই লঞ্চ হচ্ছে, কি ফিচার থাকবে

iQOO Neo 10 সিরিজটিকে বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে সংস্থা। আর এখন এই লাইনআপটির লঞ্চের সম্ভাব্য সময়সীমা জানা গেছে।

Update: 2024-10-28 08:15 GMT

আইকিউ বর্তমানে চীনে তাদের ফ্ল্যাগশিপ iQOO 13 স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এর পাশাপাশি আসন্ন সাব-ফ্ল্যাগশিপ iQOO Neo 10 সিরিজের আগমন নিয়েও জল্পনা শুরু হয়েছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro মডেল দুটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে। উভয় মডেলই বড় ব্যাটারি সহ আসতে পারে, সম্ভবত ৬,০০০ এমএএইচ-এর বেশি। আর এখন, একটি নির্ভরযোগ্য সূত্র নতুন ফোনগুলির জন্য সম্ভাব্য লঞ্চ টাইমলাইনের ইঙ্গিত দিয়েছে। আসুন বিশদে জেনে নেওয়া যাক।

আইকিউ নিও ১০ সিরিজের লঞ্চের সময়সীমা

বিশিষ্ট টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি চীনের ওয়েইবো প্ল্যাটফর্মে আইকিউ নিও ১০ সিরিজের লঞ্চের সময়সীমার ইঙ্গিত দিয়েছে। এক ইউজারের প্রশ্নের জবাবে, টিপস্টার বলেছেন যে আইকিউ নিও ১০ সিরিজের লঞ্চ ইভেন্টটি নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এটি আইকিউ নিও লাইনআপের আগের লঞ্চ প্যাটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সাধারণত বছরের শেষের দিকে বাজারে পা রাখে। উদাহরণস্বরূপ, গত বছর আইকিউ নিও ৯ সিরিজটি ডিসেম্বরে আত্মপ্রকাশ করেছিল।

আইকিউ নিও ১০ সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আইকিউ নিও ১০ সিরিজের ডিভাইসগুলির সামনে ১.৫কে ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা একটি অ্যামোলেড (AMOLED) প্যানেল হবে আশা করা হচ্ছে। যেহেতু, আইকো নিও ৯ ফোনে এই প্যানেল ইতিমধ্যেই রয়েছে। একইভাবে, উভয় ডিভাইসেই একটি মেটাল মিডল ফ্রেম থাকতে পারে। ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫ (OriginOS 5) কাস্টম স্কিনে রান করতে পারে এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

আইকিউ নিও ১০ সিরিজ আসন্ন ওয়ানপ্লাস এস ৫, রিয়েলমি জিটি নিও ৭ এবং রেডমি কে৮০ লাইনআপের সাথে প্রতিযোগিতা করবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে, নভেম্বরে রেডমি কে৮০ সিরিজটি চীনে উন্মোচন করা হবে, যেখানে ওয়ানপ্লাস এস ৫ এবং রিয়েলমি জিটি নিও ৭ একই মাসে বা ডিসেম্বরে লঞ্চ হতে পারে। তবে এই তথ্যগুলি ছাড়া, এই মুহূর্তে ফোনগুলি সম্পর্কে আরও বেশি কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই এগুলির বিষয়ে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News