iQOO Neo 9 ও Neo 9 Pro এর সাথে বিশ্ব বাজারে আসছে iQOO Pad Air, থাকবে বিশাল বড় ব্যাটারি
iQOO সম্প্রতি, চলতি মাসের শেষে চীনের বাজারে iQOO Neo 9 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার ঘোষণা করেছে। সম্ভাবনা আছে লাইনআপটি ২৭শে ডিসেম্বর আত্মপ্রকাশ করবে। আজ টেক ফার্ম TheTechOutlook তাদের একটি লেটেস্ট রিপোর্টে, আলোচ্য সিরিজের iQOO Neo 9 এবং Neo 9 Pro ফোন দুটির গুগল প্লে সাপোর্ট সাইটে উপস্থিত হওয়ার কথা উল্লেখ করেছে। যার দরুন ডিভাইস দুটির মডেল নম্বর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সিরিজের স্ট্যান্ডার্ড ও টপ-এন্ড ভ্যারিয়েন্ট যথাক্রমে V2338A এবং V2339A মডেল নম্বর বহন করবে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, iQOO Pad Air নামের একটি নতুন ট্যাবলেট মডেলকেও উক্ত সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হতে দেখা গেছে।
গুগল প্লে সাপোর্ট সাইটের লিস্টিং অনুসারে, আপকামিং আইকো প্যাড এয়ার ট্যাবলেটের মডেল নম্বর iPA2451। প্রসঙ্গত এই একই লিস্টিংয়ে আলোচ্য ট্যাবলেটটির পাশে 'PD2305' লেখা একটি সাংকেতিক নম্বরও লক্ষ্যণীয়। জানিয়ে রাখি, হালফিলে লঞ্চ হওয়া ভিভো প্যাড এয়ার (Vivo Pad Air) -এর সাথে আসন্ন আইকো ট্যাবলেটের এই সাংকেতিক নম্বর হুবহু মিলে যাচ্ছে। ফলে মনে করা হচ্ছে যে, আইকো প্যাড এয়ার মডেলটি হয়তো ভিভো প্যাড এয়ার ট্যাবলেটের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আসবে।
যদিও আইকো ব্র্যান্ডিংয়ের এই আপকামিং ট্যাবলেট কবে নাগাদ লঞ্চ হবে সেই নিয়ে কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে যেহেতু ডিভাইসটি ইতিমধ্যেই গুগল প্লে সাপোর্ট সাইট দ্বারা অনুমোদিত হয়েছে, সেহেতু সম্ভাবনা আছে এটি আইকো নিও ৯ স্মার্টফোনের সিরিজের সাথেই ডিসেম্বরের শেষে আত্মপ্রকাশ করবে।
iQOO Pad Air ট্যাবলেটের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
যেহেতু মনে করা হচ্ছে যে ভিভো প্যাড এয়ার মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আইকো প্যাড এয়ার আসতে পারে, সেহেতু ডিভাইস দুটির মধ্যে ফিচারগত সদৃশ্যতা থাকা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে, গত আগস্ট মাসে চীনে ঘোষিত ভিভো প্যাড এয়ার ট্যাবলেটে - ১১.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ২.৮কে রেজোলিউশন এবং ১৪৪ হার্ট রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া এতে - কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট, ১২ জিবি পর্যন্ত র্যাম, সর্বোচ্চ ৫১২ জিবি UFS 3.1 স্টোরেজ, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ চালিত এই ডিভাইসে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৮,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আপকামিং আইকো প্যাড এয়ারে উল্লেখিত ফিচারগুলি উপস্থিত থাকার সম্ভাবনা ব্যাপক।
iQOO Neo 9 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, আইকো নিও ৯ স্মার্টফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি ১.৫কে ওলেড ডিসপ্লে থাকবে। ডিভাইসটি পুরোনো প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ আসবে। এছাড়া এতে - ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র্যাম, সর্বোচ্চ ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ৪ কাস্টম স্কিন এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,১৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে। আবার ছবি তোলার জন্য OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেশনের + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান থাকতে পারে বলেও জানা যাচ্ছে।