iQOO Neo 9 Pro-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, কী কী ফিচার থাকবে দেখুন

Update: 2024-01-05 07:03 GMT

আইকো (iQOO) গত মাসে তাদের Neo 9 সিরিজের স্মার্টফোনগুলি চীনে লঞ্চ করেছে। বলা হচ্ছিল এগুলি শীঘ্রই ভারতের বাজারেও পা রাখবে। আর এবার সব জল্পনার অবসান করে কোম্পানির পক্ষ থেকে এদেশে লেটেস্ট iQOO Neo 9 সিরিজের লঞ্চের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। ভিভো অধীনস্থ ব্র্যান্ডটির নতুন টিজার নিশ্চিত করেছে যে, তারা ভারতে iQOO Neo 9 Pro স্মার্টফোনটি উন্মোচন করবে। আইকো এই আসন্ন Neo ফোনের কালার অপশনগুলি প্রকাশ করেও টিজার শেয়ার করেছে। তবে অফিসিয়াল টিজার ছাড়াও, এক নির্ভরযোগ্য টিপস্টার আসন্ন iQOO Neo 9 Pro স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের রেঞ্জ প্রকাশ করেছেন।

প্রকাশিত হল iQOO Neo 9 Pro-এর লঞ্চের টাইমলাইন এবং প্রাইস রেঞ্জ

চীনা ব্র্যান্ডটি প্রকাশ করেছে যে আসন্ন আইকো নিও ৯ সিরিজের স্মার্টফোনগুলি ফেব্রুয়ারিতে ভারতে আত্মপ্রকাশ করবে। এটি অ্যামাজন (Amazon) এবং আইকো ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। আইকো ইঙ্গিত দিয়েছে যে তারা ভারতে নটিক্যাল ব্লু কালার ভ্যারিয়েন্টে ফোনটিকে লঞ্চ করবে। এর আগে, ব্র্যান্ডটি লেদার উপাদান সহ লাল সাদা ডুয়েল-টোন ভ্যারিয়েন্টের লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছিল।

অন্যদিকে, টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, আইকো নিও ৯ প্রো ভারতে ফেব্রুয়ারির শুরুতেই লঞ্চ হবে। তিনি একই সাথে যোগ করেছেন যে, এই আইকো স্মার্টফোনটির দাম ৪০,০০০ টাকার মধ্যে থাকবে। তার বক্তব্য সত্য হলে, আসন্ন আইকো স্মার্টফোনটি সম্ভবত আসন্ন ওয়ানপ্লাস ১২আর ৫জি স্মার্টফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

যোগেশ ব্রার আরও জানিয়েছেন যে, iQOO Neo Pro ভারতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে। MediaTek Dimensity 9300 প্রসেসরের সাথে লঞ্চ হওয়া চীনা ভ্যারিয়েন্টটির থেকে ভারতীয় সংস্করণটি কিছুটা ভিন্ন হবে। ভারতীয় ক্রেতারা কোয়ালকম বেশি পছন্দ করায় মিডিয়াটেকের পরিবর্তে কোয়ালকম চিপসেট ব্যবহার করছে আইকো। কাউন্টারপয়েন্ট রিসার্চের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, ৭৭%-এরও বেশি ভারতীয় স্মার্টফোন ক্রেতারা স্মার্টফোনের চিপসেট সম্পর্কে সচেতন।

জানিয়ে রাখি, Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে এবং এটি ৩.২ গিগাহার্টজ গতির কর্টেক্স এক্স৩ কোর, দুটি ২.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স৭১৫ কোর, দুটি ২.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স৭১০ কোর এবং তিনটি ২.০ গিগাহার্টজের কর্টেক্স এ৫১০ কোর দ্বারা গঠিত। এর সাথে গ্রাফিক্সের জন্য যুক্ত রয়েছে একটি Adreno 740 জিপিইউ।

আইকো তাদের আসন্ন iQOO Neo 9 Pro স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেন্সর ব্যবহার করবে। সেন্সরটি একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সরের সাথে যুক্ত হবে। Sony IMX920 সেন্সরটি প্রথম Vivo X100 সিরিজের স্মার্টফোনের সাথে বাজারে এসেছে।

iQOO Neo 9 Pro-এর ভারতীয় সংস্করণের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

iQOO Neo 9 Pro-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২,৮০০ × ১,২৬০ পিক্সেলের রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯৩.৪৩% স্ক্রিন-টু-বডি রেশিও, এইচডিআর১০+ সাপোর্ট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। ফোনটি Snapdragon 8 Gen 2 ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ১২ জিবি/ ১৬ জিবি এলপিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি ইউএফএস ৪.০ ইন্টারনাল স্টোরেজ মিলবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৪ (Funtouch OS 14) অপারেটিং সিস্টেমে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, iQOO Neo 9 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট, এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 সেন্সর প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এতে কিউ১ (Q1) ডেডিকেটেড চিপ, ৬কে ক্যানোপি ভিসি কুলিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সাপোর্ট মিলবে।

ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল-সিম কার্ড স্লট, ৫জি স্ট্যান্ড-অ্যালোন/নন স্ট্যান্ড-অ্যালোন, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ভি৫.৩, ওটিজি সাপোর্ট, জিপিএস/বেইদৌ/গ্যালিলিও/ কিউজেডএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), আইআর (IR) ব্লাস্টার। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 9 Pro-এ ৫,১৬০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News