iQOO Neo 9S Pro+ বাজারে আসতে পারে জুলাইতে, থাকবে 50MP সেলফি ক্যামেরা, 120W চার্জিং

Update: 2024-06-12 12:44 GMT

গত মাসে আইকো চীনে MediaTek Dimensity 9300 Plus চিপসেট যুক্ত iQOO Neo 9S Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি Neo 9S সিরিজের অধীনে চীনা বাজারের জন্য টপ-এন্ড iQOO Neo 9S Pro Plus মডেলটির কাজ করছে। মনে করা হচ্ছে যে ডিভাইসটি শীঘ্রই লঞ্চ হবে, কারণ এটি চীনের এমআইআইটি (MIIT) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন লাভ করেছে। একই সাথে, এক নির্ভরযোগ্য টিপস্টার আসন্ন iQOO Neo 9S Pro Plus ফোনের লঞ্চের টাইমলাইনও প্রকাশ করেছেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফাঁস হল iQOO Neo 9S Pro+ ফোনের লঞ্চের টাইমলাইন

V2403A মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MIIT)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) সহ বেশ কিছু টেক ইনসাইডার দাবি করেছেন যে এটি আসন্ন আইকো নিও ৯এস প্রো প্লাস স্মার্টফোন হবে। এমআইআইটি সার্টিফিকেশন থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।

তবে টিপস্টার ডিসিএস দাবি করেছেন যে, আইকো নিও ৯এস প্রো প্লাস জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। লঞ্চের টাইমলাইন নির্দেশ করে যে, এই আসন্ন আইকো ফোনটি ওয়ানপ্লাস এস ৩ প্রো, রিয়েলমি জিটি ৭ এবং রেডমি কে৭০ আল্ট্রার মতো আপকামিং স্মার্টফোন গুলির সাথে প্রতিযোগিতা করবে। এর মধ্যে, রেডমি ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেটটি থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে আইকো, ওয়ানপ্লাস এবং রিয়েলমির ফ্ল্যাগশিপগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেটের সাথে আসবে বলে শোনা যাচ্ছে।

iQOO Neo 9S Pro+ ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, iQOO Neo 9S Pro+ হবে MediaTek Dimensity 9300 প্রসেসর চালিত iQOO Neo 9 Pro ফোনের একটি উন্নত সংস্করণ, যা গত ডিসেম্বরে লঞ্চ করা হয়েছিল। যদিও এতে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি থাকবে, তবে এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি বিদ্যমান iQOO Neo 9 Pro ফোনের অনুরূপ হবে।

সম্ভবত, iQOO Neo 9S Pro+ হ্যান্ডসেটে ১.৫কে রেজলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) সেন্সর যুক্ত ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। ডিভাইসটি সর্বাধিক ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১৬০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে।

Tags:    

Similar News