৬০০০ টাকা ছাড়ে IQOO Z7 Pro 5G স্মার্টফোন, কেবলমাত্র এখানে রয়েছে অফার

By :  techgup
Update: 2024-02-20 07:34 GMT

আপনি যদি এই মুহূর্তে আপনার 4G ডিভাইসকে 5G-তে আপগ্রেড করতে চান, আর আপনার বাজেট ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে হয়, তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। কারণ, এখন IQOO Z7 Pro হ্যান্ডসেটের সাথে পাওয়া যাচ্ছে দুর্দান্ত অফার। যাতে আছে ৩ডি কার্ভড ডিসপ্লে, স্লিম ডিজাইন, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফাস্ট চার্জিং-এর মতো একাধিক আকর্ষণীয় ফিচার। চলুন IQOO Z7 Pro কিনতে এখন কত টাকা খরচ হবে জেনে নেওয়া যাক।

IQOO Z7 Pro এর দাম ও অফার

IQOO ইন্ডিয়ার ওয়েবসাইটে, IQOO Z7 Pro-এর ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ২৭,৯৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। আর এই অফার চলবে আগামী ২৯-এ ফেব্রুয়ারি পর্যন্ত।

এছাড়াও, আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করলে পাওয়া যাবে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়। উল্লেখ্য, এই অফারটি IQOO Z7 Pro-এর প্রত্যেকটি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য।

IQOO Z7 Pro এর স্পেসিফিকেশন

IQOO Z7 Pro ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার, এটি ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডায়মনসিটি ৭২০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই হ্যান্ডসেটটি ৮ জিবি ব়্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি ব়্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ।

ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বললে, এতে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আর সেলফি ও ভিডিও কলিং-এর জন্য সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে দেওয়া হয়েছে ৪,৬০০ এমএএইচ-এর ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি ডিভাইসটি মাত্র ২২ মিনিটে ১ থেকে ৫০ শতাংশ চার্জ হতে সক্ষম।

Tags:    

Similar News