মার্চেই অপেক্ষার অবসান! 6,000mah ব্যাটারি ও OLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে iQOO Z9

Update: 2024-02-17 06:12 GMT

ভিভো অধীনস্থ জনপ্রিয় পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন ব্র্যান্ড, আইকো তাদের iQOO Z9 সিরিজের ফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। এমনকি, লঞ্চের আগে বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রায়শই একাধিক তথ্য সামনে আসছে আপকামিং ফোনগুলির সম্পর্কে। এবার iQOO Z9-এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন সামনে এসেছে। চলুন তাহলে iQOO Z9 সিরিজ কবে বাজারে আসতে পারে, জেনে নেওয়া যাক।

iQOO Z9 সিরিজ বাজারে আসতে পারে আগামী মাসেই

এক চীনা টিপস্টার দাবি করেছেন যে, আইকো জেড৯-এর লঞ্চ ইভেন্টটি আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। তিনি এই সিরিজের ফোনে ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকার কথাও উল্লেখ করেছেন, যা আরেক জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের আগের রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ।

এছাড়াও, ডিসিএস জানিয়েছিলেন যে জেড-সিরিজের অন্তত একটি মডেল উল্লেখযোগ্য ডিসপ্লে আপগ্রেডের সাথে লঞ্চ হতে পারে। ডিভাইসটি মূলত পূর্বসূরি জেড৮ সিরিজের ফুলএইচডি+ আইপিএস এলসিডি (IPS LCD) স্ক্রিনের বদলে ১.৫কে রেজোলিউশন সহ ওলেড (OLED) প্যানেল ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে। তবে, iQOO Z9-এর ডিসপ্লে সাইজ এবং রিফ্রেশ রেট এখনও অজানাই রয়েছে।

যদিও প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে, iQOO Z9-এ MediaTek Dimensity 8300 চিপসেট থাকবে, তবে ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপের উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন। এই চিপসেটটি ইতিমধ্যেই Honor 100 এবং Vivo S18-এর মতো ফোনে ব্যবহৃত হয়েছে। জানিয়ে রাখি, Snapdragon 7 Gen 3 হল একটি অক্টা-কোর প্রসেসর, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি।

চিপটি ২.৬৩ গিগাহার্টজে রান করা একটি প্রাথমিক কোর, ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের তিনটি পারফরম্যান্স কোর এবং ১.৮ গিগাহার্টজের চারটি এফিসিয়েন্সি কোর দ্বারা গঠিত। আবার এমনও জল্পনা রয়েছে যে, MediaTek Dimensity 8300 উচ্চতর iQOO Z9 Pro-এ অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এই তথ্যগুলি এখনও অনুমান-নির্ভর। কোম্পানির তরফে স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

Tags:    

Similar News