আচমকাই টিজার প্রকাশ, Lava Agni 2 5G আগামী মাসেই বাজেটের মধ্যে বাজারে আসছে

By :  SUMAN
Update: 2023-04-21 10:50 GMT

২০২১ সালের নভেম্বরে Lava, Agni 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এটি ছিল ভারতীয় ব্র্যান্ডটির প্রথম 5G-এনাবল হ্যান্ডসেট। আর আজ সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাইক্রোব্লগিং সাইট টুইটারে ইঙ্গিত দিয়েছেন যে, প্রায় দেড় বছর পর এই ফোনটির উত্তরসূরি বাজারে পা রাখছে। আসন্ন মডেলটি Lava Agni 2 5G নামে আসবে এবং বর্তমানে এটি বিকাশাধীন আছে। জানিয়ে রাখি Lava আলোচ্য মডেলটির পাশাপাশি Blaze 1X 5G নামের আরেকটি ফোনের উপরও কাজ করছে।

Lava Agni 2 স্মার্টফোনের ভারতে লঞ্চ আসন্ন

লাভা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রেসিডেন্ট ও বিজনেস হেড সুনীল রায়না (Sunil Raina) আজ টুইটারে আসন্ন Lava Agni 2 স্মার্টফোনকে টিজ করেছেন। সংস্থাটি হয়তো তাদের এই নয়া ৫জি ফোনকে আগামী মে মাসে লঞ্চ করার পরিকল্পনা করছে।

https://twitter.com/reachraina/status/1649262555502895104

কারণ কয়েকদিন আগে এই ফোন সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছিল। জানা গিয়েছিল লাভা অগ্নি ২ ৫জি ৬.৫-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে।

প্রসঙ্গত লাভা অগ্নি ২ ৫জি স্মার্টফোনকে সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ (Geekbench)-এও খুঁজে পাওয়া গেছে। লিস্টিংটি নিশ্চিত করছে যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম সহ আসবে। এছাড়া মনে হচ্ছে এতে ইন-বিল্ড হিসাবে ১২৮ জিবি মেমরি পাওয়া যাবে এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটও অফার করা হবে।

আরও জানা গেছে যে, Lava Agni 2 5G স্মার্টফোনের সামনে ১৬-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনে ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ক্যামেরা সেটআপ থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

এছাড়া জানা গেছে, Lava Agni 2 5G হ্যান্ডসেটটি ভারতে লো-মিড রেঞ্জের অধীনে আসবে। অর্থাৎ এর দাম ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।

Tags:    

Similar News