Lava Agni 2 5G সবচেয়ে সস্তার অ্যামোলেড ডিসপ্লে ও Dimensity 7050 প্রসেসরের ফোন হিসেবে লঞ্চ হল
দেশীয় ব্র্যান্ড Lava আজ অর্থাৎ ১৬ই মে ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন Agni 2 5G লঞ্চ করল। এটি বিদ্যমান Lava Agni মডেলের উত্তরসূরি হিসাবে এসেছে। আর ফোনটি 3D ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল সহ আসা ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হওয়ার তকমা অর্জন করেছে৷ Lava Agni 2 5G ডিভাইসটির আরেকটি অন্যতম 'হাইলাইটেড' বৈশিষ্ট্য হল, এটি ভারতে আসা প্রথম ফোন যাতে MediaTek Dimensity 7050 চিপসেট দেওয়া হয়েছে।
এছাড়া লাভার এই নতুন 5G মডেলটি সবুজ রঙের কার্ভড ব্যাক প্যানেল এবং বড় বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউলের সাথে এসেছে, যা দেখতে অনেকটা Oppo Find X6 Pro ফোনের অনুরূপ। এছাড়া, এই ফোনে - ১৩টি 5G ব্যান্ড, ৮ জিবি ভার্চুয়াল র্যাম, ফেস আনলক ফিচার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাওয়া যাবে। চলুন Lava Agni 2 5G স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
Lava Agni 2 5G স্মার্টফোনের দাম ও লভ্যতা
ভারতের বাজারে লাভা অগ্নি ২ ৫জি স্মার্টফোনকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে, যার দাম থাকছে ২১,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার হিসাবে, ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর ফ্ল্যাট ২,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন৷ যারপর এটিকে ১৯,৯৯৯ টাকায় কেনা সম্ভব।
Lava Agni 2 5G আগামী ২৪শে মে সকাল ১০টা থেকে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। আর কালার অপশনের কথা বললে, ডিভাইসটি শুধুমাত্র গ্রীন কালারে পাওয়া যাবে বলেই মনে হচ্ছে।
Lava Agni 2 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার
লাভা অগ্নি ২ ৫জি স্মার্টফোনটি গ্লাস-ব্যাক প্যানেল ডিজাইন সহ এসেছে। এতে ৬.৭৮-ইঞ্চির ৩ডি (3D) ডুয়াল কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.০৭ বিলিয়ন কালার ডেপ্থ, HDR, HDR 10, HDR 10+ এবং Widevine L1 প্রযুক্তি সাপোর্ট করে। বিশেষত্বের কথা বললে, লাভার এই লেটেস্ট হ্যান্ডসেটটি হল ভারতের আসা প্রথম ফোন যাতে সর্বশেষ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ এই চিপসেটটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ -এর রিব্র্যান্ডেড সংস্করণ৷
এদিকে লাভা অগ্নি ২ ৫জি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। উপরন্তু, ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্টও অফার করবে এই ডিভাইস। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। সংস্থাটি দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, এতে কোনও ব্লোটওয়্যার -এর সমস্যা ভোগ করতে হবে না বলেই দাবি করেছে লাভা। অবগতির জন্য জানিয়ে রাখি, ডিভাইসে ইনস্টল থাকা অবাঞ্চিত থার্ড পার্টি অ্যাপ বা স্ক্রিন সার্ভারে আসা আকস্মিক বিজ্ঞাপনকে ব্লোটওয়্যার বলা হয়।
ক্যামেরা বিভাগের কথা বললে, Lava Agni 2 5G স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। যদিও সংস্থার তরফ থেকে, ডিভাইসটির সহায়ক ক্যামেরা বা সেলফি সেন্সরের রেজোলিউশন প্রকাশ করা হয়নি। তবে কিছু টেক বিশ্লেষক অনুমান করছেন, এই ফোনে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হবে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, লাভার এই নয়া স্মার্টফোনে ১৩টি ৫জি ব্যান্ড সমর্থন করে, যথা -n1/n3/n5/n7/n8/n20/n28/n38/n40/n41/n66/n77/n78। আবার বায়োমেট্রিক্সের জন্য এতে ফেস আনলক ফিচার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে লাভা অগ্নি ২ ৫জি স্মার্টফোনে ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এই ব্যাটারি ডিভাইসকে ১৬ মিনিটেরও কম সময়ে ৫০% পর্যন্ত চার্জ করতে সমর্থ বলে দাবি করেছে লাভা।
সর্বোপরি, Lava Agni 2 5G ব্যবহারকারীরা ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত বাড়িতে বসে বিনামূল্যে সার্ভিস বা রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপনের সুবিধা পাবেন। লাভা তাদের এই লেটেস্ট ডিভাইসের সাথে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে।