ভারতীয় সংস্থার তৈরি স্মার্টফোনে এমন ফিচার প্রথমবার! Lava Aagni 2 5G এর দাম শুনবেন?
লাভা ২০২১ সালের নভেম্বর মাসে তাদের প্রথম ফাইভ-জি স্মার্টফোন হিসেবে Lava Agni 5G লঞ্চ করে। বর্তমানে কোম্পানিটি এর উত্তরসূরি হিসাবে Lava Agni 2 5G বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। গত ফেব্রুয়ারির শুরুতে, ফোনটির কিছু স্পেসিফিকেশন এবং লঞ্চের টাইমলাইন ফাঁস হয়েছিল। আবার, এটি গত মাসে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছিল। আর এখন একটি সূত্র থেকে Lava Agni 2 5G সম্পর্কে আরও কিছু নতুন তথ্য সামনে এসেছে।
ফাঁস হল Lava Agni 2 5G-এর ডিসপ্লে স্পেসিফিকেশন ও লঞ্চ টাইমলাইন
একটি টুইটে দাবি করা হয়েছে যে, লাভা অগ্নি ২ ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি মে মাসে লঞ্চ হতে পারে এবং দাম ২৫,০০০ টাকার রেঞ্জের মধ্যেই থাকব। যদি, এটি সত্য প্রমাণিত হয় তাহলে ওই দামে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে যুক্ত স্মার্টফোন হিসাবে এটি একটি দুর্দান্ত ডিল হবে৷ তবে পূর্বে বলা হয়েছিল, যে অগ্নি ২ ৫জি এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এলসিডি স্ক্রিনের সাথে আসবে।
নতুন তথ্য ছাড়াও, Lava Agni 2 5G-এর গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, এতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর থাকবে। সসঙ্গে মিলবে ৮ জিবি র্যাম, তবে লঞ্চের সময় Agni 2 5G একাধিক র্যাম ও স্টোরেজ বিকল্পে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।
এছাড়াও জানা গেছে যে, লাভার এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য, সম্ভবত ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট উপস্থিত থাকবে। ফটোগ্রাফির জন্য, Lava Agni 2 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সমন্বিত একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করতে পারে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা দেখা যাবে বলেও জানা গেছে।