Lenovo Legion 5i, Legion 5i Pro, Legion Slim 7i রিফ্রেশ প্রসেসর ও ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল, দাম জেনে নিন
Lenovo সম্প্রতি ভারতে "Experience Smarter" নামের একটি ইভেন্টে স্টাইলিশ ডিজাইনের একগুচ্ছ নতুন Legion ল্যাপটপ উন্মোচন করলো। নবাগত এই মডেলগুলি হল - Lenovo Legion 5i, Legion 5i Pro, এবং Legion Slim 7i। সংস্থার 'স্মার্টার ইনোভেশন' প্রোগ্রামের অংশ হিসাবে এই তিনটি নয়া ল্যাপটপকে নিয়ে আসা হয়েছে। কোম্পানির দাবি এগুলি - ১২তম প্রজন্মের ইন্টেল কোর সিপিইউ, আরও উন্নত গ্রাফিক্স কার্ড এবং দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে। এছাড়া, প্রত্যেকটি মডেলই উইন্ডোজ ১১ চালিত হবে এবং প্রি-ইনস্টল মাইক্রোসফ্ট অফিস অ্যাপ সহ এসেছে। চলুন Lenovo Legion 5i, Legion 5i Pro এবং Legion Slim 7i -এর দাম, লভ্যতা ও বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Lenovo Legion 5i, Legion 5i Pro, Legion Slim 7i এর স্পেসিফিকেশন
অত্যাধুনিক ডিজাইনের সাথে আসা লেনোভো লিজিয়ন ৫আই এবং লিজিয়ন ৫আই প্রো ল্যাপটপ দুটি ৪.৬ গিগাহার্টজ পর্যন্ত টার্বো বুস্ট রেটের ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১২৭০০এইচ (i7-12700H) প্রসেসর সহ এসেছে। উভয় মডেলেই ৬ জিবি GDDR6 ভির্যাম সহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্সটিএম ৩০৬০ জিপিইউ রয়েছে। লিজিয়ন সিরিজের এই ল্যাপটপ-দ্বয়ে ৮০Wh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা মাত্র ৩০ মিনিটের মধ্যে ৮০% পর্যন্ত ডিভাইসকে চার্জ করতে সক্ষম৷ আবার, বিরামহীন গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এগুলিতে এআই (AI) ইঞ্জিন ২.০ ব্যবহার করা হয়েছে, যা স্বাধীনভাবে গেম বিশ্লেষণ, সিস্টেমের কর্মক্ষমতা বাড়াতে এবং ফ্রেম-পার-সেকেন্ড (FPS) রেট ২০% পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম।
যদিও, Lenovo Legion 5i এবং 5i Pro মডেল দুটির মধ্যে কিছু পার্থক্যও বিদ্যমান আছে। যেমন, লিজিয়ন ৫আই ল্যাপটপটিতে ৩২ জিবি পর্যন্ত DDR5 র্যাম এবং ৫১২ জিবি M.2 SSD স্টোরেজ বর্তমান। এতে একটি ১৫.৬ ইঞ্চির WQHD (২৫৬০×১৪৪০ পিক্সেল) IPS ডিসপ্লে আছে, যা ৩০০ নিট পিক ব্রাইটনেস, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০% sRGB কালার গ্যামেট সমর্থন করে।
অন্যদিকে, Lenovo Legion 5i Pro ল্যাপটপ ৩২ জিবি পর্যন্ত ডুয়াল-চ্যানেল DDR5 র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত M.2 SSD স্টোরেজ সহ এসেছে। এতে একটি ১৬ ইঞ্চির WQXGA (২৫৬০×১৬০০ পিক্সেল) IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% sRGB কালার গ্যামেট, ডলবি ভিশন, এইচডিআর ৪০০, জি-স্ক্যান সাপোর্ট করে। সাথে কম ব্লু লাইট নির্গমনের জন্য বিশেষ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লে প্যানেলে।
সদ্য লঞ্চ হওয়া আরেকটি ল্যাপটপ হল Lenovo Legion Slim 7i। এটি ছিল লেনোভো আয়োজিত ইভেন্টের একটি স্ট্যান্ডআউট ডিভাইস। এটি হল একটি লাইটওয়েটেড গেমিং ল্যাপটপ, যার ওজন ২ কেজিরও কম। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, লিজিয়ন স্লিম ৭আই ল্যাপটপ, ইন্টেল কোর আই৯-১২৯০০এইচ (i9-12900H) প্রসেসর এবং একটি অপশনাল আরটিএক্স ৩০৭০ টিআই গ্রাফিক্স কার্ড সহ এসেছে। এতে ২৪ জিবি পর্যন্ত পর্যন্ত DDR5 র্যাম (৮ জিবি সোল্ডারড + ১৬ জিবি SO-DIMM) এবং ১ টেরাবাইট পর্যন্ত M.2 SSD স্টোরেজ রয়েছে। এছাড়া, উক্ত মডেলে একটি ১৬ ইঞ্চি WCXGA (২৫৬০×১৬০০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০% sRGB কালার গ্যামেট সমর্থন করে।
Lenovo আনীত এই তিনটি নতুন ল্যাপটপই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এবং এগুলিতে 'Microsoft Office Home and Student 2021' অফিস অ্যাপ প্রি-ইনস্টল পাওয়া যাবে।
Lenovo Legion 5i, Legion 5i Pro, Legion Slim 7i দাম ও প্রাপ্যতা
লেনোভো লিজিয়ন ৫আই, লিজিয়ন ৫আই প্রো এবং লিজিয়ন স্লিম ৭আই ল্যাপটপ তিনটির প্রারম্ভিক মূল্য যথাক্রমে ১,৪৪,৯৯০ টাকা, ১,৬৪,৯৯০ টাকা এবং ১,৫০,৯৯০ টাকা রাখা হয়েছে৷ আলোচ্য ল্যাপটপ-ত্রয়ীকে ইতিমধ্যেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Lenovo.com) এবং লেনোভো এক্সক্লুসিভ শপগুলির মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ করে দেওয়া হয়েছে৷ আর আগামী ২৩শে জুলাই থেকে মডেলগুলিকে অ্যামাজন ইন্ডিয়া সহ অন্যান্য অনলাইন শপিং সাইট এবং রিটেল চ্যানেলগুলির মাধ্যমে কেনা যাবে৷