১২ জিবি র‌্যামের সাথে লঞ্চ হল Lenovo Legion Y700 Ultimate Edition, রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে

By :  SUPARNA
Update: 2022-08-01 16:49 GMT

গত ফেব্রুয়ারি মাসে ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড লেনোভো হোম মার্কেট চীনে লঞ্চ করে তাদের Lenovo Legion Y700 ট্যাবলেটটি। আর এবার সংস্থাটি তাদের দেশীয় বাজারে এরই নতুন সংস্করণ হিসেবে Lenovo Legion Y700 Ultimate Edition ট্যাবটি উন্মোচন করেছে। এই সংস্করণটি স্ট্যান্ডার্ড মডেলের অনুরূপ স্পেসিফিকেশনই অফার করে। তবে এই নতুন কমপ্যাক্ট অ্যান্ড্রয়েড ট্যাবলেটে একটি রঙ-পরিবর্তনকারী গ্লাস ব্যাক প্যানেলে রয়েছে। Lenovo Legion Y700 Ultimate Edition ৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে ও Qualcomm Snapdragon 870 চিপসেটের সাথে এসেছে। চলুন লেনোভোর এই দুর্দান্ত গেমিং ডিভাইসটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ আল্টিমেট এডিশন-এর দাম ও লভ্যতা (Lenovo Legion Y700 Ultimate Edition Price and Availability)

চীনের বাজারে লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ আল্টিমেট এডিশন-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৪০০ টাকা)। তবে এটি প্রথম সেলে ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৭০০ টাকা) মূল্যে পাওয়া যাবে। এই ট্যাবলেটটি আইসি হোয়াইট এবং গ্লেয়ার ব্লু- এই দুটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। লিজিয়ন ওয়াই৭০০-এর মতো, লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ আল্টিমেট এডিশনটিও বিশ্ববাজারে আসবে না বলেই মনে করা হচ্ছে। চীনে এখন মডেলটির তিনটি সংস্করণ রয়েছে, যা গ্লোবাল মার্কেটে অনুপলব্ধ। চীনের বাইরের আগ্রহী ক্রেতারা এই কমপ্যাক্ট অ্যান্ড্রয়েড গেমিং ট্যাবলেটটি রিসেলারদের মাধ্যমে পেতে পারেন।

লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ আল্টিমেট এডিশন-এর স্পেসিফিকেশন (Lenovo Legion Y700 Ultimate Edition Specifications)

লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ আল্টিমেট এডিশন একটি আকর্ষণীয় ক্রোম শেল ডিজাইনের সাথে এসেছে। এতে ৮ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। ট্যাবটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক জেড ইউআই ১৩ (ZUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Lenovo Legion Y700 Ultimate Edition-এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ডিভাইসটির সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। তবে এই ট্যাবলেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল, এতে একটি ইন্ডাকটিভ রিয়ার গ্লাস প্যানেল রয়েছে। ট্যাবলেটটি চালু থাকার সময় গ্লাস ব্যাক রঙ পরিবর্তন করে, যা গেমারদের কাছে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা হয়। আর গেমিংয়ের সময় আরজিবি লাইটের লাইটিং এফেক্ট গেমিং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Legion Y700 Ultimate Edition-এ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,৫৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Tags:    

Similar News