Lenovo Xiaoxin Pad 2022 ট্যাবলেট শক্তিশালী ৭,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হল

By :  SUPARNA
Update: 2022-05-23 07:16 GMT

জনপ্রিয় টেক ব্র্যান্ড Lenovo সম্প্রতি Xiaoxin Pad 2022 নামের একটি নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। এটি ২০২১ সালে স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট সহ বাজারে আসা Xiaoxin Pad 2021 ট্যাবলেটের সাক্সেসর ভার্সন রূপে আত্মপ্রকাশ করেছে। এই নয়া ট্যাবটিকে গ্রে এবং ব্লু - এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এছাড়া ফিচার হিসাবে এতে, LCD ডিসপ্লে প্যানেল, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং ৭,৭০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। যদিও Lenovo তাদের এই নতুন ট্যাবলেটটির দাম কত রেখেছে তা এখনো প্রকাশ্যে আনেনি। প্রসঙ্গত, পূর্বসূরি Xiaoxin Pad 2021 ট্যাবলেটকে গত বছর বিশ্ব বাজারে Lenovo Tab P11 নামে লঞ্চ করা হয়েছিল। ফলে, সদ্য আগত Xiaoxin Pad 2022 মডেলটি হয়তো Lenovo Tab P12 নামে আত্মপ্রকাশ করতে পারে। চলুন এবার Lenovo Xiaoxin Pad 2022 ট্যাবলেটের ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Lenovo Xiaoxin Pad 2022 এর স্পেসিফিকেশন

লেনোভো সিয়াওসিন প্যাড ২০২২ ট্যাবলেটে রয়েছে একটি ১০.৬ ইঞ্চির (২,০০০x১,২০০ পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই মডেলে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন প্রি-ইনস্টলড থাকছে।

লেনোভো সিয়াওসিন প্যাড ২০২২ ট্যাবটি ৪ জিবি/৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। তদুপরি ক্যামেরা ফ্রন্টের কথা বললে, লেনোভোর এই ট্যাবলেটের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ বিহীন একটি ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে এবং সামনে থাকছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

অন্যান্য বিশেষত্বের কথা বললে, উক্ত ট্যাবলেটটি ডলবি অ্যাটমস সমর্থন সহ কোয়াড স্পিকার সিস্টেমের সাথে এসেছে। কানেক্টিভিটির জন্য এতে, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.১ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য Lenovo Xiaoxin Pad 2022 ট্যাবলেটে ৭,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। যদিও ডিভাইসটিতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। পরিশেষে, আলোচ্য লেনোভো ট্যাবলেটের ওজন ৪৬৫ গ্রাম।

Tags:    

Similar News