ক্যামেরা ফোন খোঁজ করছেন? 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরা তিন বিকল্প, Redmi, Samsung আছে তালিকায়

Samsung Galaxy S24 Ultra 5G ফোনে 12 জিবি এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে 1,31,999 টাকা। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে।

Update: 2024-12-17 02:37 GMT

আপনি যদি অসাধারণ ক্যামেরা স্পেসিফিকেশন সহ নতুন কোনো ফোন খোঁজ করে থাকেন, তাহলে 200-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসা স্মার্টগুলি আপনার জন্য সেরা হতে পারে। এই কারণে আমরা প্রতিবেদনে ভারতের বাজারে উপস্থিত 200-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার তিনটি দুর্দান্ত ফোন সম্পর্কে বলবো। এই ডিভাইসগুলিতে 50 মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। সেরা ক্যামেরার পাশাপাশি এই হ্যান্ডসেটগুলিতে শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ডিসপ্লেও রয়েছে। ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ফোনের এই তালিকায় রয়েছে Honor, Redmi এবং Samsung এর ডিভাইস।

Honor 90

এই ডিভাইসের 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজন ইন্ডিয়ায় 37,999 টাকা। ফটোগ্রাফির জন্য এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে 6.7 ইঞ্চি কোয়াড-কার্ভড ফ্লোটিং অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট।

Redmi Note 13 Pro

রেডমির এই ডিভাইসের 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন ইন্ডিয়ায় 18,300 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই রেডমি

স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি 1.5K ডিসপ্লে পাবেন। এই ফোনটি স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসরে চলে। পাওয়ার দেওয়ার জন্য এতে রয়েছে 5100mAh ব্যাটারি। এই ব্যাটারি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S24 Ultra 5G

এই ফোনের 12 জিবি এবং 512 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে 1,31,999 টাকা। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সাথে রয়েছে 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল এবং 10 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে 6.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট।

Tags:    

Similar News