আনন্দ বদলে গেল দুঃখে, ফ্লিপকার্টে iPhone 15 Pro Max মাত্র 1352 টাকায় অর্ডার দিয়ে ঠকলেন যুবক

By :  techgup
Update: 2024-09-19 07:59 GMT

উৎসবের মরসুমে বিক্রিতেতে গতি আনতে বিভিন্ন পণ্যে ছাড় দিয়ে থাকেন দোকানদাররা। তবে ইন্টারনেটের যুগে অফলাইনের থেকে অনলাইনে ছাড় অনেক বেশি। সে জামাকাপড় হোক বা বৈদ্যুতিন যন্ত্র। বছরের এই একটা সময়কে টার্গেট করে রাখেন ক্রেতারা। কারণ কম দামে জিনিসপত্র কেনার সুযোগ বছরে একবারই। তবেবে কম দামে অনলাইনে অর্ডার দেওয়ার পর সে জিনিস ক্যানসেল হওয়ার ঘটনাও ভুরিভুরি। এবার তেমনই একটি ঘটনা সামনে এল।

হিমাংশু নামে এক ব্যক্তি তার এক্স (সাবেক টুইটার) প্রোফাইল থেকে পোস্ট করে হতাশা প্রকাশ করে জানিয়েছেন, iPhone 15 Pro Max মডেলটি তিনি ৯৯ শতাংশ ছাড়ে অর্ডার দিতে পেরেছিলেন। খরচ হয়েছিল মাত্র ১৩৫২ টাকা। স্বাভাবিকভাবেই ফিচার ফোনের দামে আইফোন পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন তিনি। তবে সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

https://twitter.com/_Himanshusahu3/status/1836389113940885653

আইফোন শিপিং হওয়ার পরই বাতিল করে দেয় বিক্রয়কারী সংস্থা। কারণ হিসাবে জানানো হয়, প্রাইস ইরর বা দামে ভুল হওয়ার কারণেই তারা অর্ডার বাতিল করতে বাধ্য হয়েছে। পোস্টে ফ্লিপকার্ট ও ফ্লিপকার্টের সাপোর্ট টিমকে ট্যাগ করেন ওই যুবক। ফ্লিপকার্টের তরফে তাকে আগের দামেই ফোনটি দেওয়া হয়েছে কিনা সেটা অবশ্য প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন : বাজার মাতাতে নতুন বাইক আনছে Hero, লং ডিসট্যান্স রাইডের জন্য হবে পারফেক্ট সঙ্গী

বর্তমানে ফ্লিপকার্টে iPhone 15 Pro Max-এর ২৫৬ জিবি ও ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ১,৩৪,৯০০ এবং ১,৭৪,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও কম দামে ফোন কিনে অনেক ক্রেতার অর্ডার সেলার বাতিল করে দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে। এই ঘটনাটি তারই একটি নয়া সংযোজন।

Tags:    

Similar News