স্মার্টফোনের দুনিয়াকে চিরবিদায়, নিজেদের শেষ ফোন লঞ্চের ঘোষণা করল এই সংস্থা
স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। এমনকি যা পরিস্থিতি অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung)-এর মতো টপ ব্র্যান্ডগুলি আগের তুলনায় এখন ফোন বিক্রি আরও চ্যালেঞ্জিং মনে করছে। নিঃসন্দেহে, এই পরিস্থিতি দ্বারা প্রভাবিত স্মার্টফোন নির্মাতাদের মধ্যে চীনা ব্র্যান্ড মেইজু (Meizu) অন্যতম। একসময় এই কোম্পানিটি বিভিন্ন দেশে, বিশেষ করে চীনে বড় মার্কেট শেয়ার ধরে রেখেছিল। তবে বিগত কয়েক বছরে কোম্পানিটি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়ে ভাল অবস্থা থেকে নীচে নেমে গেছে। সম্প্রতি খবর ভেসে আসছিল, মেইজু স্মার্টফোন মার্কেট থেকে বিদায় নিয়ে এআই (AI) সেক্টরে সম্পূর্ণভাবে ফোকাস করবে৷ তবে, এখন মনে হচ্ছে যে চীনা ব্র্যান্ডটি এই মুহূর্তে হাল ছাড়তে রাজি নয়, কারণ তারা Meizu 21 Pro নামে এক নয়া ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি চলতি মাসেই বাজারে পা রাখবে।
Meizu 21 Pro কোম্পানির শেষ স্মার্টফোন হতে পারে
মেইজু ২১ প্রো আগামী ২৯ ফেব্রুয়ারি চীনে ব্র্যান্ড দ্বারা আয়োজিত একটি ইভেন্টে উন্মোচন করা হবে। যে কোনও আনরিলিজড ফোনের মতোই, এই মেইজু হ্যান্ডসেটটির সম্পর্কেও ইন্টারনেটে ইতিমধ্যেই অসংখ্য জল্পনা ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণকারী হল দাম। পূর্বসূরী, মেইজু ২০ প্রো চীনে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৮৪০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছিল।
তাই, অনেকেই মনে করছিলেন যে নতুন মডেলটির দামও একই রকম হবে। তবে, কিছু সূত্র ইঙ্গিত করেছে যে মেইজু ২১ প্রো-এর মূল্য সম্ভাব্যভাবে ৬,০০০ ইউয়ান (প্রায় ৭০,৩০০ টাকা) পর্যন্ত পৌঁছতে পারে। প্রথম নজরে এই দাম অনেকটাই বেশি বলে মনে হতে পারে, তবে মনে রাখতে হবে মেইজু ২১ প্রো একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হবে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহৃত হবে।
এছাড়াও, Meizu 21 Pro-এ একটি আন্ডার-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ ৬.৭ ইঞ্চির ২কে অ্যামোলেড ( AMOLED) প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য, পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকবে৷ আর ফোনের সামনে একটি ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।
এছাড়াও, সাম্প্রতিক ফ্ল্যাগশিপগুলির মতো Meizu 21 Pro-এও একগুচ্ছ এআই ফিচার মিলবে বলে মনে করা হচ্ছে। মেইজু সম্প্রতি জানিয়েছে যে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ক্ষেত্রে ফোকাস করার জন্য তাদের চিরাচরিত "স্মার্টফোন" প্রজেক্টগুলি বন্ধ করে দিয়েছে। অতএব, Meizu 21 Pro হতে পারে এই ব্র্যান্ডের শেষ ঐতিহ্যবাহী স্মার্টফোন। অবশ্য এটি আপাতত একটি অনুমান, কারণ এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি।