32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এন্ট্রি নিচ্ছে Motorola Edge 50 Neo, থাকবে 8 জিবি র্যাম
Motorola আজ ভারতে লঞ্চ করছে Moto G45 5G ফোন। এটি বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার অফার করবে। এদিকে Motorola আরেকটি নতুন স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে। ওয়াইটেকবির রিপোর্ট অনুযায়ী, Motorola Edge 50 Neo নামের এই ডিভাইসটি সম্প্রতি রিটেইলার ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। হাঙ্গেরির একটি রিটেল ওয়েবসাইটে একে দেখা গেছে। এই ওয়েবসাইট থেকে Motorola Edge 50 Neo এর কালার ভ্যারিয়েন্ট সামনে এসেছে।
জানা গেছে, এই ফোনটি চারটি কালারে আসবে - প্যান্টোন নটিক্যাল ব্লু, প্যান্টোন ল্যাট, প্যান্টোন পইনসিয়ানা এবং প্যান্টোন গিসাইল। ওয়েবসাইটে আরও বলা হয়েছে যে, Motorola Edge 50 Neo ডিভাইসটি 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ পাওয়ারফুল প্রসেসর এবং অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। আসুন এর সম্ভাব্য স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
মোটোরোলা এজ 50 নিও-র স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা এজ 50 নিও স্মার্টফোনে 1200 x 2670 পিক্সেল রেজোলিউশন সহ 6.36-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করা হতে পারে। ক্যামেরার কথা বললে এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশযুক্ত তিনটি ক্যামেরা থাকবে।
এই ক্যামেরাগুলি হবে 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 10-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর প্রাইমারি ক্যামেরা ওআইএস এবং টেলিফটো ক্যামেরা ৩এক্স অপটিক্যাল জুম অফার করবে। আবার মোটোরোলা ডিভাইসটির সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটিতে আইপি68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং সহ আসতে পারে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।