Motorola Edge 50 Pro: এত দাম! চোখ কপালে তুলে দিল মোটোরোলার নয়া ফোন

Update: 2024-04-01 06:36 GMT

Motorola Edge 50 Pro আগামী 3 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে৷ একইসাথে, কোম্পানি ফোনটিকে গ্লোবাল মার্কেটেও রিলিজের পরিকল্পনা করছে৷ তবে মোটোরোলার ঘোষণার আগেই, ভারতে নতুন মোটো ফোনটির দাম, স্টোরেজ এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। আর এখন গ্লোবাল মার্কেটেও Motorola Edge 50 Pro-এর দাম ফাঁস হয়ে গিয়েছে।

Motorola Edge 50 Pro-এর গ্লোবাল প্রাইস লিক হল

প্যাশনেটগিকজ নামে পরিচিত টিপস্টার পারস গুগলানি একটি ইতালীয় রিটেল ওয়েবসাইটের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ সহ মোটোরোলা এজ 50 প্রো-এর দাম 864 ইউরো (প্রায় 77,670 টাকা)। ডিভাইসটির প্রাইমারি কালার অপশনটিকে "ব্ল্যাক বিউটি" নাম দেওয়া হয়েছে এবং এর মসৃণ ডিজাইনও প্রদর্শন করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, আগের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে ভারতীয় বাজারেও মোটোরোলা এজ 50 প্রো ফোনটি শুধুমাত্র 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এদেশে যার মূল্য 44,999 টাকা হবে বলে আশা করা হচ্ছে, তবে সম্ভাব্য ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফারের মাধ্যমে এর দাম 39,999 টাকা পর্যন্ত কমানো হতে পারে৷ সাধারণত ভারতীয় এবং ইউরোপীয় বাজারের মধ্যে মূল্যের পার্থক্য দেখা যায়, তবে এক্ষেত্রে প্রায় 384 ইউরো (আনুমানিক 32,720 টাকা)-এর পার্থক্য যথেষ্ট বেশি।

Motorola Edge 50 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Motorola Edge 50 Pro-তে 6.7 ইঞ্চির 1.5K পি-ওলড (POLED) কার্ভড ডিসপ্লে থাকবে, যা প্যানটোন (Pantone)-স্বীকৃত কালার, মসৃণ ভিজ্যুয়ালসের জন্য 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 2,000 নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর যুক্ত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Edge 50 Pro অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে এবং মোটোরোলা এতে তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 50 Pro-এ 50 মেগাপিক্সেলের অটোফোকাস সেলফি ক্যামেরা এবং এফ/1.4 অ্যাপারচার সহ একটি রিয়ার ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি 6x জুম টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে।

Tags:    

Similar News