সেল শুরু: অর্ধেক দামে কিনুন বাহুবলী Nokia 5G স্মার্টফোন, বিনামূল্যে ইয়ারবাডস ও চার্জার
গত ২০ই ফেব্রুয়ারি ভারতের বাজারে পা রেখেছিল Nokia X30 5G। আর আজ অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি একে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Nokia.com) এবং ই-কমার্স সাইট Amazon India -এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। এক্ষেত্রে ফাস্ট সেলের অফার হিসাবে, এক্স-সিরিজের এই হ্যান্ডসেটের সাথে ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার উপলব্ধ থাকছে। সর্বোপরি উভয় সাইটের মাধ্যমে অনলাইনে ফোনটিকে কেনার ক্ষেত্রে বিনামূল্যে ইয়ারবাড এবং চার্জার পকেটস্থ করতে পারবেন গ্রাহকেরা। বিশেষত্বের কথা বললে Nokia X30 5G ফোনের ফ্রেম ১০০% পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং ব্যাক কভার ৬৫% পুনর্ব্যবহৃত প্লাস্টিক দ্বারা নির্মিত। এছাড়া এতে FHD+ ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। চলুন Nokia X30 5G স্মার্টফোনের দাম, সেল অফার ও ফিচার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…
Nokia X30 5G স্মার্টফোনের দাম ও সেল অফার
নোকিয়া এক্স৩০ ৫জি স্মার্টফোনকে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৪৮,৯৯৯ টাকা। আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকে আলোচ্য মডেলটিকে নোকিয়া ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট (Nokia.com) এবং ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon India) -এর মাধ্যমে কিনতে পারবেন। এটি আইস হোয়াইট এবং ক্লাউডি ব্লু কালার অপশনে উপলব্ধ।
সেল অফারের কথা বললে, সরাসরি সংস্থার অফিসিয়াল সাইট থেকে ফোনটি ক্রয় করলে ২,৭৯৯ টাকা মূল্যের একটি নোকিয়া কমফোর্ট ইয়ারবাড এবং ২,৯৯৯ টাকা মূল্যের ৩৩ ওয়াট চার্জার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অন্যদিকে, অ্যামাজনের মাধ্যমে Nokia X30 5G কিনলে নিখরচায় ৩৩ ওয়াট নোকিয়া ফাস্ট ওয়াল চার্জার মিলবে। এক্ষেত্রে আপনাদের মনে হতেই পারে যে, নোকিয়ার ওয়েবসাইট থেকে ফোনটি কিনলে অধিক লাভবান হবেন আপনারা। কিন্তু জানিয়ে রাখি, অ্যামাজন সেরা অফার দিচ্ছে এক্স-সিরিজের এই নোকিয়া ফোনের সাথে।
আপনারা যদি অ্যামাজন থেকে নোকিয়া এক্স৩০ ৫জি কেনেন, তবে ধার্য মূল্যের উপর আরো ২৪,০৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আসলে উক্ত অনলাইন শপিং সাইটটি পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোন কেনার ক্ষেত্রে ২২,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করছে। আবার HSBC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আরো অতিরিক্তভাবে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে। ফলে ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে মাত্র ২৪,৯৪৯ টাকায় ফোনটি কেনা যাবে।
Nokia X30 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার
নোকিয়া এক্স৩০ ৫জি ফোনের ফ্রেমটি ১০০% পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং ব্যাক কভারটি ৬৫% পুনর্ব্যবহৃত প্লাস্টিকের দিয়ে তৈরি। এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। মাল্টিটাস্কিং এবং উন্নত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে এবং উক্ত ওএস ভিত্তিক একটি স্টক অ্যান্ড্রয়েড ইউআই বিদ্যমান আছে এতে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম পাওয়া যায়। আর নোকিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে, এই নয়া এক্স-সিরিজের ফোনের জন্য তিনটি ওএস আপগ্রেড ও তিন বছরের মাসিক সিকিউরিটি আপডেট রিলিজ করা হবে।
ফটোগ্রাফির জন্য, Nokia X30 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ এগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি অপশন হিসাবে হ্যান্ডসেটে - ৫জি, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Nokia X30 5G ফোনে ৪,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP67 রেটিং প্রাপ্ত।