ক্যামেরা তাক লাগাবে, একঝাঁক চমকের সঙ্গে OnePlus 12-এর লঞ্চ শুধু সময়ের অপেক্ষা
ওয়ানপ্লাস তাদের নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 12 লঞ্চ করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। লঞ্চের আগে ফোনটির নানা প্রোমোশনাল টিজার প্রকাশ করা হচ্ছে। সেরকমই একটি টিজারের মাধ্যমে কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে Sony Lytia লেন্স ব্যবহার করা হবে।এখন ওয়ানপ্লাস ফোনটির ক্যামেরা সিস্টেম সম্পর্কে আরও তথ্য প্রকাশ করে জানিয়েছে, OnePlus 12-এ একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরাও থাকবে।
OnePlus 12-এ থাকবে উন্নত পেরিস্কোপ জুম ক্যামেরা
ওয়ানপ্লাস ঘোষণা করেছে যে ওয়ানপ্লাস ১২ একটি পেরিস্কোপ জুম ক্যামেরা অফার করবে, যার রেজোলিউশন হবে ৬৪ মেগাপিক্সেল। এই পেরিস্কোপ জুম ক্যামেরাটি ওমনিভিশন ওভি৬৪বি (OmniVision OV64B) সেন্সর ব্যবহার করে ৩x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করবে। কোম্পানি ওয়ানপ্লাস ১২-এর পেরিস্কোপ ক্যামেরা দিয়ে তোলা কিছু নমুনা ছবিও শেয়ার করেছে এবং ফলাফলগুলি খুবই উৎকৃষ্ট মানের। এই ফটোগুলি নির্দেশ করে যে, ক্যামেরাটি কম আলোতেও সূক্ষ্ম ডিটেইলস ক্যাপচার করতে পারে।
এছাড়া, ওয়ানপ্লাস ১২-এ একটি ৫৩ মেগাপিক্সেল এলওয়াইটি-টি৮০৮ প্রাইমারি ক্যামেরা এবং একটি ৪৮ মেগাপিক্সেলের আইএমএক্স৫৮১ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এটি একই ক্যামেরা সেটআপ, কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন ওয়ানপ্লাস ওপেনেও ব্যবহার করা হয়েছে।
অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, OnePlus 12-এ কার্ভড-এজ সহ ২কে বিওই এক্স১ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ডিভাইসটি Qualcomm-এর Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে এবং ফোনটিতে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম ও ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে৷
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ফোনটি ৫,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে এবং একে ১০০ ওয়াট অ্যাডাপ্টার দ্বারা চার্জ করা যাবে। সঙ্গে মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। OnePlus 12 ফোনটি চীনে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস (Color OS) কাস্টম স্কিনে রান করবে। নভেম্বরে চীনে এবং তারর জানুয়ারিতে গ্লোবাল মার্কেটে উন্মোচিত হতে পারে এটি।