ক্যামেরাপ্রেমীদের খুশ করবে OnePlus 12 এর বিশেষ জুমিং ফিচার, লঞ্চ হতে পারে এই মাসে

Update: 2023-05-26 05:08 GMT

ওয়ানপ্লাস চলতি বছরের শুরুতে তাদের এবছরের ফ্ল্যাগশিপ OnePlus 11-এর লঞ্চ ইভেন্টে ঘোষণা করেছিল যে, তারা স্ট্যান্ডার্ড মডেল ও OnePlus 11R ছাড়া এই সিরিজের অধীনে অন্য কোনও স্মার্টফোন লঞ্চ করবে না। কোম্পানিটি বর্তমানে OnePlus Z Fold এবং OnePlus Z Flip নিয়ে গঠিত তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লাইনের ওপর কাজ করছে। এই ফোল্ডেবল স্মার্টফোনগুলি ছাড়াও, এ বছরই কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে OnePlus 12-ও উন্মোচন করতে চলেছে। লঞ্চের আগে এখন, এক বিখ্যাত টিপস্টার ফোনটির কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। এগুলি ইঙ্গিত দেয় যে ওয়ানপ্লাস পরবর্তী প্রজন্মের মডেলে বিদ্যমান OnePlus 11 5G-এর তুলনায় বড় কোনও আপগ্রেড আনবে না। আসুন OnePlus 12-এর প্রত্যাশিত বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

OnePlus 12-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার যোগেশ ব্রার প্রকাশ করেছেন যে ওয়ানপ্লাস ১২-এ কোয়াডএইচডি+ রেজোলিউশন সহ বড় ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লেটি আগের মডেলের মতোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। জানিয়ে রাখি, কোম্পানি ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনেও একই আকারের প্যানেল ব্যবহার করেছে। এতে ডলবি ভিশন, এইচডিআর১০+ এর মতো ফিচার সহ একটি এলটিপিও৩ ফ্লুইড অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে।

নতুন মডেলে সবচেয়ে বড় আপগ্রেড হবে এর চিপসেট। ওয়ানপ্লাস ১২ অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে বলে দাবি করা হয়েছে। জানিয়ে রাখি, কোয়ালকম নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে এই চিপসেটটি লঞ্চ করবে বলে জানা গেছে। আসন্ন প্রসেসরটি SM8650 মডেল নম্বর বহন করবে এবং অনুমান করা হচ্ছে যে এটি পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে আগের প্রজন্মের তুলনায় ৩৫% উন্নতি নিয়ে আসবে।

অন্যান্য রিপোর্টে বলা হয়েছে যে, চিপসেটটি একটি প্রাইম কর্টেক্স-এক্স৪ সিপিইউ কোর অফার করবে, যার ক্লক স্পিড ৩.৭ গিগাহার্টজ। এছাড়াও থাকবে পাঁচটি পারফরম্যান্স কোর এবং দুটি ছোট এফিসিয়েন্সি কোর। কোয়ালকম নিশ্চিত করেছে যে এটি আইফোনের মপো স্যাটেলাইট কানেক্টিভিটি সংযোগ অফার করতে স্ন্যাপড্রাগন এক্স৭৫ মডেম ব্যবহার করবে।

ক্যামেরার ক্ষেত্রে, আসন্ন OnePlus 12-এ একটি পেরিস্কোপ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। টিপস্টার যোগেশ ব্রার প্রকাশ করেছেন যে, ফোনটির পিছনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং উন্নত জুমের জন্য সংস্থার ইতিহাসে প্রথমবার ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর থাকবে৷

এর সাথে টিপস্টার যোগ করেছেন যে, OnePlus 12-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। টিপস্টার স্মার্টফোনের লঞ্চ টাইমলাইনও প্রকাশ করেছেন। ওয়ানপ্লাসের এই ডিভাইসটি আগামী ডিসেম্বরে চীনের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। উল্লেখযোগ্যভাবে, আসন্ন OnePlus 12 সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চালিত প্রথম ডিভাইস হিসাবে বাজারে পা রাখবে।

আগেই উল্লেখ করা হয়েছে যে, আসন্ন OnePlus 12 5G স্মার্টফোনে তার পূর্বসূরির তুলনায় বিশাল উন্নতি পরিলক্ষিত হবে না। প্রসঙ্গত, OnePlus 11 5G-তে কোয়াডএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফ্লুইড এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, এটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ টেলিফটো সেন্সর উপস্থিত রয়েছে৷

Tags:    

Similar News